



সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে দারুণ জয়ে পেয়েছে বাংলাদেশ। মিরাজুল ইসলামের চমৎকার হ্যাটট্রিকে মালদ্বীপকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আসরে এটি বাংলাদেশের টানা তৃতীয় জয়।




ভারতের ভুবনেশ্বরের কালিংগা স্টেডিয়ামে আজ শুক্রবার মালদ্বীপকে এই বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। ম্যাচের ১৯ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ।




মিরাজুল লক্ষ্যভেদ করেন। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। এবারও গোলদাতা মিরাজুল। ৩২ মিনিটের বাংলাদেশের পক্ষে রফিকুল তৃতীয় গোল করেন।




আর বিরতির আগেই হ্যাটট্রিক পূরণ করেন মিরাজুল। দ্বিতীয়ার্ধের শুরুতে জাইন জাফর মালদ্বীপের পক্ষে একটি গোল করেন। এর আগে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারায় বাংলাদেশ।




আর দ্বিতীয় ম্যাচে ভারতকে ২-১ গোলে হারায় লাল-সবুজের দল। টানা তৃতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে বাংলাদেশ। তাই ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে তারা