



আগামী ৩০ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নতুন এক বাংলাদেশ দল মাঠে নামবে। দীর্ঘ বছর পর পঞ্চ পান্ডবের কোনো খেলোয়াড়




ছাড়া মাঠে নামবে বাংলাদেশ দল। নুরুল হাসান সোহানের নেতৃত্বে প্রথমবারের মত ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরমেটে মাঠে নামবে টিম টাইগার্স।
figure class=”wp-block-image size-full”>
জিম্বাবুয়ের হারারেতে ৩০ জুলাই শনিবার বাংলাদেশ সময় বিকাল ৫ টায় শুরু হবে টি-টোয়েন্টি ম্যাচটি। ম্যাচটি সরাসরি দেখাবে বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস।




এবার চলুন একনজরে দেখেনি কেমন একাদশ নিয়ে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে পারে নতুন এই বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টির জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ-




১। এনামুল হক বিজয়/ মুনিম শাহরিয়ার। ২। পারভেজ হাসান ইমন । ৩। লিটন দাস। ৪। আফিফ হোসেন ৫। নুরুল হাসান সোহান (অধিনায়ক)




৬। মোসাদ্দেক হোসেন ৭। শেখ মাহেদি হাসান ৮। নাসুম আহমেদ ৯। তাসকিন আহমেদ ১০। শরিফুল ইসলাম ১১। মোস্তাফিজুর রহমান। সুত্রঃ স্পোর্টসজোন