



মেয়েদের ফুটবলে কনমেবল অঞ্চলে সবচেয়ে শক্তিশালী দল ব্রাজিল। মেয়েদের কোপা আমেরিকায় গ্রুপ ‘বি’ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল।




গ্রুপ পর্বে চার ম্যাচের সব কয়টিতে জয়ের দেখা পেয়েছে সেলেসাওরা। চলতি আসরেও দুর্দান্ত ছিল সেলেসাওরা। গ্রুপ পর্বের সবকটি ম্যাচে ছিল তাদের আধিপত্য।




প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করার পর, দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে হারিয়েছে ৩-০ গোলের ব্যবধানে। তৃতীয় ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ৪-০ গোলের জয় আর শেষ ম্যাচে পেরুকে উড়িয়ে দিয়েছে ৬-০ গোলের ব্যবধানে।




যথারীতি তারই ধারাবাহিকতায় সেমিফাইনালেও প্রতিপক্ষ প্যারাগুয়ের বিপক্ষে গোল উৎসব করছে ব্রাজিলিয়ান নারীরা। খেলার ২৮ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় তারা।




ম্যাচের ১৬ মিনিটে বোরগেস গোল করে এগিয়ে দেন ব্রাজিলিয়ান নারীদের। ২৮ মিনিটে জানেরাত্তো গোল করে ব্যবধান দ্বিগুন করেন। আজকের এই জয়ে ৯ম বারের মত কোপার ফাইনাল নিশ্চিত করলো ব্রাজিলের মেয়েরা।