Home / সর্বশেষ / একটু পরেই কলোম্বিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

একটু পরেই কলোম্বিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

কোপা আমেরিকা ফেমেনিনার সেমিফাইনালে একটু পরেই মঙ্গলবার (২৬ জুলাই) ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা। আসরের প্রথম পর্বে গ্রুপ ‘বি’ থেকে

দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনার মেয়েরা। সেমিফাইনালে গ্রুপ ‘এ’র শীর্ষ দল হিসেবে শেষ চারে উঠা স্বাগতিক কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

ম্যাচটি কলম্বিয়ার বুকারামাঙ্গায় অবস্থিত এস্তাদিও আলফনসো লোপেজে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৬টায় শুরু হবে ম্যাচ।

এই ম্যাচ জিতে ফাইনালে যাওয়ার স্বপ্নে বিভোর আর্জেন্টিনা। এর আগে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই শিরোপা একবারই ছুঁয়ে দেখতে পেরেছিল আকাশি-সাদারা।

২০০৬ সালে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল তারা। এবারও শিরোপার তাদের পথের কাঁটা হতে পারে সেই ব্রাজিল। ২৭ জুলাই অপর সেমিফাইনালে প্যারাগুয়ের মুখোমুখি হবে তারা।

Check Also

রোমাঞ্চকর লড়াই শেষে সিরিজ জিতল আফগানিস্তান

পাকিস্তানের বিপক্ষে প্রথম দ্বি-পাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেয়েই এক ম্যাচ হাতে রেখে জিতে নিল আফগানিস্তান। …

Leave a Reply

Your email address will not be published.