



বর্ণবাদের অভিযোগ ওঠায় ক্রিকেট স্কটল্যান্ডের সব কর্মকর্তারা পদত্যাগ করেছেন। আগামীকাল সোমবার প্রতিবেদনটি প্রকাশের কথা রয়েছে।২০২১ সালের




নভেম্বরে স্কটল্যান্ডের শীর্ষস্থানীয় উইকেট শিকারি মজিদ হক স্কাই স্পোর্টসের কাছে বর্ণবাদের অভিযোগটি তুলেছিলেন। ইয়র্কশায়ার কাউন্টিতে থাকাকালীন আজিম




রফিকও বর্ণবাদের অভিযোগ করেছিলেন। ক্রিকেট স্কটল্যান্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা আগামী দিনগুলোতে সংগঠন, খেলাধুলার জন্য যথাযথ শাসন,




নেতৃত্ব এবং সমর্থন নিশ্চিত করতে অবিলম্বে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করবে। আজ সকালে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো




পদত্যাগপত্রে কর্মকর্তারা লিখেছেন, ‘গত বছর যখন স্কটিশ ক্রিকেটে বর্ণবাদের অভিযোগ ওঠে, তখন আমরা পর্যালোচনার সম্পূর্ণ সমর্থন করে ছিলাম।




আমরা বিশ্বাস করি, এটি সত্যিকার অর্থে শুধুমাত্র ক্রিকেট স্কটল্যান্ড খেলার জন্য নয়, এটি স্কটিশ খেলাধুলা এবং সমাজের জন্য দারুণ কিছু করবে।’