Home / সর্বশেষ / সকালে মাঠে নামছে বার্সা-রিয়াল

সকালে মাঠে নামছে বার্সা-রিয়াল

মৌসুমের প্রথম এল ক্লাসিকো বলে কথা। হোক সেটা প্রাক-মৌসুম প্রস্তুতি। তারপরও একবিন্দু ছাড় দিতে নারাজ বার্সেলোনা।

লাস ভেগাসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের উৎফুল্ল রাখতে সব রকম চেষ্টাই করে যাচ্ছে কাতালানরা। এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন কোচ জাভি হার্নান্দেজ।

পাসপোর্ট ইস্যুর কারণে দলের সঙ্গে আসতে না পারলেও কোচকে পেয়ে এখন নিশ্চয়ই আত্মবিশ্বাস ফিরে পেয়েছে টিম বার্সা।

এদিকে দলের নতুন রিক্রুট রবার্ট লেওয়ানডস্কিও মুখিয়ে আছেন বার্সার ক্লাসিকোর আগে নিজেকে মেলে ধরতে, যা নতুন করে উজ্জীবিত করছে কাতালানদের।

এক দিন আগেই ইন্টার মিয়ামিকে ৬-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসের ধার বাড়িয়েছে বার্সেলোনা। পুরোনোদের পাশাপাশি নতুন রিক্রুট রাফিনহা সে ম্যাচে গড়েছেন স্কোর।

উত্তেজনাপূর্ন এল ক্লাসিকো টি দেখা যাবে টিভি চ্যানেলে। ভক্তরা চাইলে এই ম্যাচটি আগামীকাল সকাল ৯টায় সরাসরি দেখতে পারবে টিভিতে। জানা গেছে

ভারতীয় টিভি চ্যানেল সনি টেন ১ ও সনি টেন ১ এইচডি ( Sony Ten 1, Sony Ten 1 HD) তে দেখা যাবে বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকো ম্যাটি।

Check Also

রোমাঞ্চকর লড়াই শেষে সিরিজ জিতল আফগানিস্তান

পাকিস্তানের বিপক্ষে প্রথম দ্বি-পাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেয়েই এক ম্যাচ হাতে রেখে জিতে নিল আফগানিস্তান। …

Leave a Reply

Your email address will not be published.