



পাকিস্তান ক্রিকেট দলের বাবর আজম নিজেকে নিয়ে যাচ্ছেন এক অন্য জগতে। চলতি বছরে দারুন ফর্মে রয়েছেন পাকিস্তানের এই ব্যাটার।




ওয়ানডে ও টি-২০ ফরম্যাটে আইসিসি র্যাংঙ্কিয়ে রয়েছেন শীর্ষে এবং টেস্ট র্যাংঙ্কিয়ে চার নাম্বারে। ৭ই সেপ্টেম্বর, ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়া আজম ২০২২ এর জুলাই পর্যন্ত খেলেছেন ৭৪টি টি-২০ ম্যাচ ।




যেখানে তার রয়েছে ২৬৮৬ রান। ২০২২ সালে এই অর্ধ বছরে খেলেছেন ১১টি ম্যাচ। এগারো ম্যাচে ৪০.৯০ গড়ে তিনটি অর্ধশতকের সাহায্যে করেন ৪০৯ রান।




চলতি বছরে অস্ট্রেলিয়াতে টি-২০ বিশ্বকাপ ও এশিয়া কাপ ছাড়াও দ্বি-পাক্ষিক সিরিজ খেলে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করতেই পারেন।




৩১শে মে, ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে কার্ডিপে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলে ওয়ানডে ফরম্যাটে অভিষেক হয় বাবর আজমের।




তিনি ৮৯ টি ওয়ানডে ম্যাচ খেলে ৪৪৪২ রান করেন ওয়ানডেতে। যার মধ্যে চলতি বছরে খেলছেন ৬টি ইনিংস। ৬ ইংনিসে ৩টি শতক ও ২টি অর্ধশতক নিয়ে ৯১.৪০ গড়ে ৪৫৭ রান করেন।




১৩ই অক্টোবর, ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক টেস্টে অভিষেক হওয়া বাবর আজম এই পর্যন্ত খেলছেন ৪১টি টেস্ট ম্যাচ।




৪১ টেস্ট ম্যাচে ৭৩ ইংনিসে ৪৭.২৭ গড়ে ৭টি সেঞ্চুরি সহ ৩০২৫ রান করেন। যার মধ্যে চলতি বছরে খেলেছেন ৭টি ইংনিস। যেখানে ২টি সেঞ্চুরি ও ৩টি অর্ধশতক নিয়ে ৮০.৫৭ গড়ে ৫৬৪ রান করেন।




২০২২ মৌসুমে বাবার আজম তিন ফরম্যাটেই দাপট দেখিয়ে যাচ্ছেন। আইসিসি টেস্ট পুরুষ ক্রিকেট র্যাংঙ্কিয়ে বাবর আজম ৮১৫ পয়েন্ট নিয়ে রয়েছেন চতুর্থ স্থানে। ওয়ানডে ৮৯২ ও টি-২০ তে ৮১৮ পয়েন্ট নিয়ে আছেন শীর্ষে।