



আদতে বিশ্রাম বলা হলেও মাহমুদউল্লাহ আর মুশফিকের দলে না থাকা নিয়ে আছে নানা গুঞ্জন। মাহমুদউল্লাহর নেতৃত্ব নিয়ে সমালোচনা অনেক দিনের।




এক কথায় বলতে গেলে, মাহমুদউল্লাহ-মুশফিকের মতো সিনিয়র ছাড়া টি-টোয়েন্টি দল কেমন করে, সেটি দেখার জন্যই জিম্বাবুয়ে সফরে তরুণ দল পাঠাচ্ছে বিসিবি।




এই তরুণ দলটি ভালো করলে মাহমুদউল্লাহ-মুশফিকের টি-টোয়েন্টি ক্যারিয়ার শঙ্কায় পড়ে যাবে। ব্যাপারটা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন মুশফিক।




সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আজ (শনিবার) এক রহস্যময় বার্তা দিয়েছেন টাইগার উইকেটরক্ষক ব্যাটার। মুশফিক একটি ছবি আপলোড দিয়েছেন,




যাতে দেখা যাচ্ছে তিনি চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছেন। ক্লান্ত-অবসন্ন দেখা যাচ্ছে টাইগার উইকেটরক্ষককে। ছবিতে তিনি ঘুমের ইমোর সঙ্গে বিস্ময় আর মুখে আঙুল রেখে চুপ করার ইমোজিও ব্যবহার করেছেন।