Home / সর্বশেষ / সাকিবের ‘হেলমেটবিহীন’ বাইক ভ্রমণের ভিডিও ভাইরাল

সাকিবের ‘হেলমেটবিহীন’ বাইক ভ্রমণের ভিডিও ভাইরাল

দুই পাশে বিস্তীর্ণ সবুজ ধানক্ষেত। মাঝে সরু পিচ ঢালাই রাস্তা। গাছগাছালিতে ভরা সেই রাস্তা দিয়েই বাইকে চেপে ছুটছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

উইন্ডিজ সফর শেষে সাকিব এখন বিশ্রাম করছেন। আসন্ন জিম্বাবুয়ে সফরে তিনি যাচ্ছেন না। তাই সোশ্যাল সাইটে নিয়মিতই শেয়ার করছেন নিজের বিভিন্ন কর্মকাণ্ড।

এক দিন আগেই দুবাইয়ের প্রডাকশন সিটিতে যুদ্ধসাজে তোলা ছবি পোস্ট করেছেন সাকিব। সেটা কোনো বিজ্ঞাপনের কি না তা জানা যায়নি।

এরপর দুবাই থেকে আজ সন্ধ্যায় সোজা গ্রামের রাস্তায় দেখা গেল বিশ্বসেরা অলরাউন্ডারকে। বেশ ভালোই বাইক চালাচ্ছিলেন তিনি।

‘অলরাউন্ডর’ বলে কথা। ভক্তরাও কমেন্টে তাকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন। তবে চাঁদেও নাকি ‘কলঙ্ক’ থাকে, তেমনি সম্পাদিত ৫৩ সেকেন্ডের ভিডিওটিতে সাকিবের মাথায় ছিল না হেলমেট।

ভিডিওর কমেন্ট বক্সে ভক্তরা সেই কথা সাকিবকে মনেও করিয়ে দিচ্ছেন। তবে সাকিব আল হাসান বেশ মজাতেই আছেন তা বোঝা যাচ্ছে। কয়েক দিন আগে টেস্ট অধিনায়ক হয়েছেন, এবার তার টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে।

Check Also

ব্রাজিলিয়ানদের দাপটে তছনছ হয়ে গেল বার্সেলোনার স্বপ্ন

আরও একবার ইউরোপিয়ান প্রতিযোগিতায় বার্সালোনার নামটি হারিয়ে গেল। চ্যাম্পিয়নস লিগ থেকে ইউরোপা লিগ, সেখান থেকে …

Leave a Reply

Your email address will not be published.