



ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসের ওয়ানডে থেকে অবসর নেওয়ার পরই ক্রিকেটের এই ফরম্যাট নিয়ে নতুন করে আলোচনার শুরু। ক্রিকেট পঞ্জিকার ব্যস্ততাকে ‘অজুহাত’ হিসেবে দাঁড় করিয়ে ওয়ানডেকে বিদায় বলেছিলেন তিনি।




এবার পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরামও ওয়ানডেকে কাঠগড়ায় তুলছেন। ক্রিকেটারদের ব্যস্ত সূচি থেকে মুক্তি দিতে এই ফরম্যাটকে ক্রিকেট পঞ্জিকা থেকে একেবারে বাদ দেওয়ার পরামর্শ তার।




সম্প্রতি ভহানি এন্ড টাফার্স ক্রিকেট পডকাস্টে ওয়ানডে ক্রিকেট বাদ দেওয়ার সময় এসে পড়েছে কিনা এমন এক প্রশ্নের জবাবে পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেটার আকরাম বলেন, আমার মনে হয় (ওয়ানডে ক্রিকেট বাদ দেওয়া উচিৎ)।




ইংল্যান্ডে আপনি মাঠ ভর্তি দর্শক দেখতে পাবেন। তবে ভারত, বিশেষ করে পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকায় ওয়ানডেতে স্টেডিয়াম (গ্যালারি) ভরাট করতে পারবেন না।’




‘তারা এখন (ওয়ানডে) শুধু খেলার জন্য খেলছে। প্রথম দশ ওভারের পর চেষ্টা থাকে বল প্রতি রান নেওয়ার, (মাঝে) একটা বাউন্ডারি, চারজন ফিল্ডার (সার্কেলের) ভেতরে থাকে।




এভাবেই ৪০ ওভারে ২০০-২২০ রান তুলে এরপর শেষ দশ ওভারে ১০০ রান নেওয়ার চেষ্টা করে দলগুলো। প্রত্যেক ম্যাচে এই একই ঘটনা ঘটতে দেখা যায়।’




ব্যস্ত সূচির ধকল থেকে মুক্তি পেতে স্টোকসের অবসরের সিদ্ধান্তের সঙ্গেও একাত্মতা পোষণ করছেন ওয়ানডে ক্রিকেটে ৫০২ উইকেটের মালিক আকরাম, ‘তার (স্টোকস) ওয়ানডে ক্রিকেট থেকে বিদায়ের সিদ্ধান্ত দুঃখজনক, তবে আমি তার সিদ্ধান্তের সঙ্গে একমত।




যেখানে টি-টোয়েন্টি আসার পর ধারাভাষ্যকার হিসেবেও ওয়ানডে ক্রিকেটকে বিরক্তিকর মনে হয়, সেখানে খেলোয়াড় হিসেবে তার ভাবনা আমি বুঝতে পারছি। ৫০ ওভার, ৫০ ওভার, তারপর প্রি-গেম, পোস্ট গেম, লাঞ্চ।’




টি-টোয়েন্টির রমরমা যুগে ওয়ানডে ক্রিকেটকে মৃতপ্রায় মনে হচ্ছে আকরামের কাছে, ‘টি-টোয়েন্টি সহজ, কয়েক ঘণ্টাতেই খেলা শেষ হয়ে যায়।




এছাড়া বিশ্বজুড়ে লিগগুলোতে অর্থও অনেক বেশি। এটা (অর্থ) আধুনিক ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। টি-টোয়েন্টি অথবা টেস্ট ক্রিকেট। ওয়ানডে ক্রিকেট মারা যাচ্ছে।’




ওয়ানডে ক্রিকেট বাদ দেওয়ার পরামর্শ দিলেও দৈর্ঘ্যের বিচারে ক্রিকেটের সবচেয়ে বড় সংস্করণ টেস্ট ক্রিকেট চালু রাখার পক্ষপাতি সাদা পোশাকে ৪১৪ উইকেট নেওয়া আকরাম, ‘টেস্ট ম্যাচের লড়াইয়ের ভেতর লড়াই থাকে।




আমি সবসময় টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দিতাম।’ ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে আপাতত বাংলাদেশের সবচেয়ে ‘প্রিয়’ ফরম্যাট ওয়ানডে। এই ফরম্যাটে সবশেষ পাঁচ সিরিজে অপরাজিত টাইগাররা।




অন্য দুই ফরম্যাটে নাকানি-চুবানি খেলেও এই ফরম্যাটে এলেই স্বস্তির সুবাস পান তামিম-সাকিবরা। পাকিস্তানি কিংবদন্তির ওয়ানডে বাদ দেওয়ার পরামর্শ তাই বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য বিস্ময়কর মনে হতেই পারে।