Home / খেলার খবর / আইপিএলের জন্য বাংলাদেশকে অপমান করলো ইংল্যান্ড

আইপিএলের জন্য বাংলাদেশকে অপমান করলো ইংল্যান্ড

সব ঠিক থাকলে অক্টোবর-নভেম্বরে আমিরশাহিতে অনুষ্ঠিত হবে বিশ্ব টি-টোয়েন্টির এবারের আসর। তাই বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবেই আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের। তবে সফরটি ঘিরে তৈরি অনিশ্চিত। কারণ অনির্দিষ্টকালের জন্য সফরটি স্থগিত করতে যাচ্ছে ইংল্যান্ড & ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

মূলত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বাধ সেধেছে সফরটিতে। করোনার জেরে, মাঝ পথে স্থগিত হওয়া আইপিএলের দ্বিতীয় পর্ব মাঠে গড়াবে সেপ্টেম্বরে। তবে ভারতের পরিবর্তে আসরটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। আর এই ফায়দাটাই লুফে নিতে চাইছে ইংলিশরা। তাই শেষ পর্যন্ত গুঞ্জন সত্য হলে, ভেস্তে যেতে পারে ইংল্যান্ডের বাংলাদেশ সফর।

এদিকে ইংল্যান্ডের জাতীয় দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, আইপিএল খেলার জন্য ইংলিশ ক্রিকেটারদের ছাড়পত্র দিবে ইসিবি। তাই একই সময়ে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরের কথা থাকলেও সেটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হচ্ছে।

Check Also

দুর্দান্ত খেলেও শেষ মুহুর্তে দুই গোল খেয়ে বিশ্বকাপ শুরু করলো মানের সেনেগাল

বিশ্বকাপে আগে কখনোই গ্রুপপর্বে আফ্রিকার কোন দলের কাছে হারেনি নেদারল্যান্ডস। অন্য দিকে সেনেগালও বিশ্বকাপে দু …

Leave a Reply

Your email address will not be published.