



ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর ক্যারিবীয়রা




দলে ফিরিয়েছে তারকা অলরাউন্ডার জেসন হোল্ডারকে। টানা খেলার ধকল সামলাতে হোল্ডার বাংলাদেশের বিপক্ষে গোটা হোম সিরিজে বিশ্রামে ছিলেন।




ক্যারিবীয়দের প্রধান নির্বাচক ডেসমন্ড হায়নেস বলেন, ‘হোল্ডার বিশ্বের অন্যতম শীর্ষ অলরাউন্ডার। তাকে দলে ফিরে পেয়ে আমরা খুশি। তরতাজা হোল্ডারকে আমরা পাব।




বাংলাদেশের বিপক্ষে অনেক চ্যালেঞ্জিং তিনটি ম্যাচ পার করেছি। ত্রিনিদাদের কন্ডিশনে আমরা ভারতকে মোকাবেলা করতে মুখিয়ে আছি।’তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ জুলাই, ত্রিনিদাদে।




২৪ ও ২৭ জুলাই সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে। এই সিরিজে ভারতের বেশ ক’জন নিয়মিত ক্রিকেটার বিশ্রামে আছেন। সফরকারী দলকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান।




একনজরে দুই দলের স্কোয়াড ওয়েস্ট ইন্ডিজ : নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ (সহ-অধিনায়ক), শামার ব্রুকস, কিসি কার্টি, জেসন হোল্ডার,




আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মেয়ার্স, গুদাকেশ মোটি, কিমো পল, রভম্যান পাওয়েল, জায়ডেন সিলস। (রিজার্ভ : রোমারিও শেফার্ড ও হায়ডেন ওয়ালশ জুনিয়র)




ভারত : শিখর ধাওয়ান (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটরক্ষক), স্যাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রুতুরাজ গাইকোয়াদ,




শুবমান গিল, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, শার্দূল ঠাকুর, যু্জবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আভেশ খান, প্রসিধ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং।