Home / খেলার খবর / বাংলাদেশের অখ্যাত এক বোলারের কাছে ধরাশায়ী অস্ট্রেলিয়া

বাংলাদেশের অখ্যাত এক বোলারের কাছে ধরাশায়ী অস্ট্রেলিয়া

বাংলাদেশের স্কোরটা অনাতিক্রম্য ছিল না। কিন্তু বাংলাদেশের বোলিংয়ের কাছে আত্মসমপর্ণ করলো অস্ট্রেলিয়া। ওয়ানডে, টেস্টের পর টি-২০ তেও অস্ট্রেলিয়ার বিপক্ষে এলো জয়। মিরপুর স্টেডিয়ামে আজ পরাক্রমশালী অজিদের টি-২০ তে প্রথমবার হারালো বাংলাদেশ। ২৩ রানের জয় পেয়েছে টাইগাররা। সিরিজে ১-০ তে এগিয়ে গেল মাহমুদউল্লাহ রিয়াদের দল।
কাল সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে আবারও মুখোমুখি হবে দুই দল। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

আগে ব্যাট করে বাংলাদেশ ৭ উইকেটে ১৩১ রান তুলেছিল। জবাবে ১০৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।
রান তাড়া করতে নেমে প্রথম বলে অ্যালেক্স ক্যারির উইকেট হারায় সফরকারীরা। পরে সাকিব-নাসুমের তোপে ১১ রানে হারায় ৩ উইকেট। মিচেল মার্শ একপ্রান্ত আগলে দলকে টেনেছেন। তবে সফল হননি। তাকে ফিরিয়ে দেন নাসুম। ১৯ রানে ৪  উইকেটে নেন এ বাঁহাতি স্পিনার।
মার্শ ৪৫, ওয়েড ১৩, স্টার্ক ১৪ রান করেন। শরীফুল, মুস্তাফিজ ২টি করে, সাকিব-মেহেদী ১টি করে উইকেট নেন।

টসে হেরে আগে ব্যাট করে বাংলাদেশ। মিচেল স্টার্ককে নাঈম শেখের ছক্কায় আক্রমণের আভাস দিয়েছিল বাংলাদেশ দল। কিন্তু পরে অস্ট্রেলিয়ানদের বোলিংয়ে রান তুলতে বেশ বেগ পেতে হয়েছে ব্যাটসম্যানদের। সৌম্য (২) চতুর্থ ওভারে ফিরে যান। নাঈম রান তোলার প্রাণপণ চেষ্টা করেছেন। আউট হওয়ার আগে ২৯ বলে ৩০ রান করেছেন তিনি।

পরে সাকিব -মাহমুদউল্লাহও রান তোলার চেষ্টা করেছেন। তারাও গতি ফেরাতে পারেননি। সাকিব ৩৬, মাহমুদউল্লাহ ২০ রান করেন। শেষ দিকে আফিফের ২৩ রানে একশো পার হয় বাংলাদেশের স্কোর । ৪৬টি ডট বল খেলেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। স্টার্ক ২টি, হ্যাজেলউড ৩টি, জাম্পা-টাই ১টি করে উইকেট নেন।

Check Also

দুর্দান্ত খেলেও শেষ মুহুর্তে দুই গোল খেয়ে বিশ্বকাপ শুরু করলো মানের সেনেগাল

বিশ্বকাপে আগে কখনোই গ্রুপপর্বে আফ্রিকার কোন দলের কাছে হারেনি নেদারল্যান্ডস। অন্য দিকে সেনেগালও বিশ্বকাপে দু …

Leave a Reply

Your email address will not be published.