



ক্রিশ্চিয়ানো রোনালদো ছিল বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। এখনও তিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। কিন্তু পূর্বের মত তার চাহিদা এখন আর নেই।




একটা সময় ক্রিশ্চিয়ানো রোনালদোকে কেনার জন্য ক্লাবগুলো বিশাল অংকের টাকা খরচ করতেও প্রস্তুত ছিল। কিন্তু এখন সেই রোনালদোকেই রিজেক্ট করছে ক্লাবগুলো।




চলতি ট্রান্সফারে ম্যানইউ ছেড়ে রোনালদো এমন ক্লাবে যেতে চাচ্ছেন যারা চ্যাম্পিয়নস লিগে আগামী মৌসুমে খেলবে। রোনালদোর ইচ্ছা অনুযায়ী




তার এজেন্ট বেশ কিছু ক্লাবকে অফার করেছে যারা রিজেক্ট করেছে। এমন সাতটি ক্লাবের থেকে রোনালদো রিজেক্ট হয়েছেন। ক্লাবগুলো হচ্ছে, বায়ার্ন,




রিয়াল মাদ্রিদ, চেলসি, পিএসজি, বার্সালোনা, ম্যানসিটি, ইন্টার মিলান। এই ক্লাবগুলোর মধ্যে বায়ার্ন, চেলসি, পিএসজি থেকে প্রকাশ্যেই রোনালদোকে না চাওয়ার কথা বলা হয়েছে।




কৃতজ্ঞতাঃ স্পোর্টস প্রতিদিন