Home / খেলার খবর / অস্ট্রেলিয়া শিবিরে দুঃসংবাদ, করোনা আক্রান্ত হলেন এক তারকা ক্রিকেটার

অস্ট্রেলিয়া শিবিরে দুঃসংবাদ, করোনা আক্রান্ত হলেন এক তারকা ক্রিকেটার

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্ন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন তিনি। দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের কোচের দায়িত্বে রয়েছেন তিনি। ওয়ার্ন ছাড়াও লন্ডন স্পিরিট দল পরিচালনা সমিতির এক সদস্যও করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

গত রোববার (১ আগস্ট) সাউদার্ন ব্রেভের বিপক্ষে ওয়ার্নের দল লন্ডন স্পিরিটের ম্যাচ ছিল। তবে সেই ম্যাচের আগেই শারীরিকভাবে অসুস্থ বোধ করেন তিনি। সাথে সাথে তার করোনা পরীক্ষা করা। সেখানে ফলাফল পজিটিভ আসে তার। সেই সাথে ওয়ার্নের দলের আরও এক ব্যক্তিও করোনায় আক্রান্ত হয়েছে তবে তার নাম প্রকাশ করা হয়নি। বর্তমানে দুজনই আইসেলোশনে রয়েছেন।

শেন ওয়ার্ন করোনায় আক্রান্ত হলেও তার দলের ম্যাচ স্থগিত করা হয়নি। লন্ডনের স্পিরিটের ম্যাচ যথা সময়েই মাঠে শুরু হয়েছিল। ওয়ার্নের অনুপস্থিতিতে নর্থ্যাম্পটনশায়ারের প্রধান কোচ ডেভিড রিপলে লন্ডনের দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।

Check Also

দুর্দান্ত খেলেও শেষ মুহুর্তে দুই গোল খেয়ে বিশ্বকাপ শুরু করলো মানের সেনেগাল

বিশ্বকাপে আগে কখনোই গ্রুপপর্বে আফ্রিকার কোন দলের কাছে হারেনি নেদারল্যান্ডস। অন্য দিকে সেনেগালও বিশ্বকাপে দু …

Leave a Reply

Your email address will not be published.