



বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেভানদস্কি বার্সালোনাতে চলে এসেছেন। অনেকটা যুদ্ধ করেই তিনি বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সালোনাতে এসেছেন। এখন বায়ার্নে




যে শূন্যতা তৈরি হয়েছে সেটা পূরণ করতে রোনালদোকে কিনতে পারে বায়ার্ন এমনটাই প্রকাশ হয়েছিল গনমাধ্যমে। তবে এই খবরকে উড়িয়ে দিয়েছেন বায়ার্নের কর্তারা।




প্রথমে বায়ার্ন মিউনিখের স্পোর্টিং ডিরেক্টর বিষয়টি উড়িয়ে দেওয়ার পর এখন বায়ার্নের কোচও জানিয়েছেন এই খবর ভিত্তিহীন। বায়ার্নের তারকা লেভানদস্কি ক্লাবের




সঙ্গে অভিমান করেই চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। গত মৌসুম শেষেই তিনি জানিয়েছিলেন ক্লাব ছাড়ার কথা। এদিকে রোনালদোও এবার ম্যানইউ ছাড়তে চান।




সব মিলিয়ে গনমাধ্যমে প্রকাশিত হয় যে, লেভানদস্কির জায়গায় রোনালদোকে নিতে পারে বায়ার্ন। বায়ার্ন কোচ নাগেলসম্যান এই বিষয়টি উড়িয়ে দিয়ে বলেন,




“রোনালদোকে নিয়ে আমার আগ্রহের যে রিউমার প্রকাশ হয়েছে আমি সেই রিউমারগুলো দেখেছি। কিন্তু এগুলো সত্য নয়।” কৃতজ্ঞতাঃ স্পোর্টস প্রতিদিন।