



পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের ট্রান্সফার নিয়ে আলোচনা এখনও থামেনি। নতুন কোচ গালটিয়ের নেইমারকে নিয়ে কথা বলার পরও থামেনি তার ট্রান্সফার সংক্রান্ত গুঞ্জন।




এতদিন চেলসির সঙ্গে রিউমার থাকলেও নতুন করে ম্যানচেষ্টার সিটিকে নিয়ে তৈরি হয়েছে এই গুঞ্জন। বলা হচ্ছে ম্যানসিটি বস গার্দিওলা নেইমারকে কিনতে আগ্রহী।




জুলিয়ান আলভারেজ এবং আর্লিং হালান্ড আসার পর ম্যানসিটি দুজন প্লেয়ার বিক্রি করেছে। জেসুস এবং স্টার্লিংকে বিক্রি করেছে তারা। আর এই জায়গাতেই আরেকজন প্লেয়ার কিনতে চাচ্ছে গার্দিওলা।




গার্দিওলার পছন্দ নেইমার জুনিয়র। তার বিশ্বাস, নেইমার এই দলে যুক্ত হলে ম্যানসিটির আক্রমন ভাগ আরও বেশি ধারালো হবে। কিন্তু নেইমারকে কেনা কি এতই সহজ?




তার উচ্চ বেতন রয়েছে, তার ট্রান্সফার ফি রয়েছে। তবে গনমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, নেইমার যদি তার বেতন কমাতে রাজি হয় তাহলেই ম্যানসিটি তাকে কেনার জন্য এগিয়ে আসবে।