



মৌসুম শুরুর আগে মোট চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে পিএসজি। তার মধ্যে প্রথম প্রস্তুতি ম্যাচে আজকে তারা মাঠে নেমেছিল কুয়েভিলি রোয়েনের বিপক্ষে।




এই ম্যাচে ২-০ গোলে জিতেছে পিএসজি। ম্যাচে পিএসজির হয়ে একটি করে গোল করেন ডিফেন্ডার সার্জিও রামোস এবং ডিজেদি গাসামা। রামোসের গোলটি আসে পেনাল্টি থেকে।




ম্যাচের ৩২ মিনিটে পেনাল্টি পায় পিএসজি। সেই পেনাল্টি থেকেই গোল করে পিএসজিকে এগিয়ে দেন সার্জিও রামোস। বিরতির আগে ১-০ গোলেই এগিয়ে ছিল দলটি।




বিরতির পর ম্যাচের ৫৪ মিনিটে গাসামা গোল করে ব্যবধান দ্বিগুন করেন। ম্যাচের বাকিটা সময়ে আর কোন দল গোল করতে না পারলে ম্যাচে ২-০ গোলের জয়েই সন্তুষ্ট থাকতে হয় পিএসজিকে।




আজকের এই ম্যাচে নেইমার জুনিয়র খেলেননি সতর্কতার জন্য। অনুশীলনে হালকা আঘাত পেয়েছিলেন তিনি। এমবাপ্পেও ছিল না ম্যাচে। তবে মেসি খেলেছেন।