Home / সর্বশেষ / বার্সা-রিয়ালের ‘ঘুম হারাম’ করে দিতে লা লিগার ক্লাব কিনছে পিএসজির মালিক!

বার্সা-রিয়ালের ‘ঘুম হারাম’ করে দিতে লা লিগার ক্লাব কিনছে পিএসজির মালিক!

নাসের আল খেলাইপির মাথায় কখন কি আসে তা বুঝাই বড় মুশকিল হয়ে পডেছে। দীর্ঘদিন ফরাসি ক্লাব পিএসজির পিছনে অর্থ ঢালছেন যেমনতেমন।

ইউরোপের সবচেয়ে সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদকে টেক্কা দিয়েই এমবাপ্পেকে ধরে রেখে সাড়া ফেলে দিয়েছেন। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা বেশ গুরুত্বপূর্ণ পদেও বসেছেন।

কিন্তু, তবুও কাতারি ধনকুবের উচ্চাকাঙ্খা শেষই হচ্ছে না। তাই এবার তিনি ‘পাখির চোখ’ দিয়েছেন স্প্যানিশ লা লিগায়। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা

মতো ক্লাবদের ঘুম হারাম করে দিতেই নাসের আল-খেলাইপি এবার কিনতে যাচ্ছেন লা লিগার বিখ্যাত ক্লাব স্পানিওল।রেডিও মার্কা এমন খবর জানিয়েছে।

জানা গেছে, ২০১৬ সালে এস্পানিওলের মালিকানা কেনা চীনা ব্যবসায়ী চেন ইয়ানশেং এবার ক্লাবটি বিক্রি করতে উঠেপড়ে লেগেছেন। কাতালান ভিত্তিক জনপ্রিয় ক্লাবটি কেনার দৌড়ে রাস্টার গ্রুপের চেয়ারম্যান এখন পর্যন্ত দুটো প্রস্তাব পেয়েছেন।

যার মধ্যে একটি আছে আমেরিকা ভিত্তিক গ্রুপ থেকে। আর অন্যটি হচ্ছে নাসের আল খেলাইপির কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট। এটি ২০১১ সালে পিএসজির মালিকানা কিনে প্যারিসের ক্লাবটিকে ইউরোপের পাওয়ার হাউজ বানিয়েছে।

পিএসজি হচ্ছে, কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টের একমাত্র ক্লাব। যদিও এর আগে ইতালিয়ান ক্লাব রোমাকে কেনার সঙ্গেও যুক্ত ছিলো তারা। বর্তমানে পর্তুগিজ ক্লাব ব্রাগাকে কেনার পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি।

ধারণা করা হচ্ছে, যদি নাসের আল-খেলাইপি এস্পানিওল কিনতে পারে, তবে ম্যানচেস্টার সিটির মালিক আবুধাবি ইউনাইটেড গ্রুপের পোর্টফোলিওর সমস্ত ‘স্যাটেলাইট ক্লাব’-এর মতো নতুন আরেকটি নেটওয়ার্কের সূচনা হবে।

বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের পাশাপাশি সিটি ফুটবল গ্রুপ বর্তমানে ট্রয়েস (ফ্রান্স), পালেরমো (ইতালি), জিরোনা (স্পেন), মেলবোর্ন সিটি (অস্ট্রেলিয়া), লোমেল (বেলজিয়াম),

নিউ ইয়র্ক সিটি (মার্কিন যুক্তরাষ্ট্র), মন্টেভিডিও সিটির মালিক। এছাড়াও টর্ক (উরুগুয়ে), মুম্বাই সিটি (ভারত), ইয়োকোহামা এফ. মারিনোস (জাপান) এবং সিচুয়ান জিউনিউ (চীন) ক্লাবগুলির মালিকানায় রয়েছে প্রতিষ্ঠানটি।

Check Also

রোমাঞ্চকর লড়াই শেষে সিরিজ জিতল আফগানিস্তান

পাকিস্তানের বিপক্ষে প্রথম দ্বি-পাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেয়েই এক ম্যাচ হাতে রেখে জিতে নিল আফগানিস্তান। …

Leave a Reply

Your email address will not be published.