Home / সর্বশেষ / দীর্ঘদিন পরে আবারো ২২ গজ কাঁপাতে মাঠে নামছে মাশরাফি

দীর্ঘদিন পরে আবারো ২২ গজ কাঁপাতে মাঠে নামছে মাশরাফি

সেপ্টেম্বরের শেষ দিকে বিশ্বের ১১০ জন সাবেক ক্রিকেটার নিয়ে অনুষ্ঠিত হবে লেজেন্ডস ক্রিকেট লিগ। আসন্ন এই টুর্নামেন্টে সাবেক তারকাদের

সঙ্গে খেলবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। বৃহস্পতিবার মাশরাফির টুর্নামেন্টে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন লিগের

সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও রামন রাহেজা। এবারের দ্বিতীয় আসরেও থাকছে চারটি দল। ১১০ ক্রিকেটার এই চার দলে ভাগ হয়ে খেলবেন টুর্নামেন্টে।

ভারত-শ্রীলঙ্কা-বাংলাদেশ ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নেবে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তানের সাবেকরা। রামন রাহেজা বলেন, ‘কিংবদন্তি হরভজন সিং,

মাশরাফি বিন মোর্ত্তজা, লেন্ডল সিমন্স ও দিনেশ রামদিনের খেলা নিশ্চিত হয়েছে। তাদের যোগদান লিগের দ্বিতীয় মৌসুমের জন্য উৎসাহের কারণ হয়ে দাঁড়িয়েছে।’

মাশরাফি-হরভজন সিংসহ এবারের আসরে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন ভিরেন্দর শেওয়াগ, ইউসুফ পাঠান, ইরফান পাঠান। পাশাপাশি

আরও রয়েছেন সবেক ইংলিশ অধিনায়ক ওইন মরগান, ওয়েস্ট ইন্ডিজের লেন্ডল সিমন্স ও সাবেক অজি তারকা পেইসার ব্রেট লি। ২০ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটির দ্বিতীয় আসর।

Check Also

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়লো দক্ষিণ আফ্রিকা…

যেখানে শেষ করেছিল, সেখান থেকেই যেন শুরু হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। ২৪ ঘণ্টা পার না হতেই …

Leave a Reply

Your email address will not be published.