



গায়ানায় টসে জিতে প্রথমে বোলিং করা সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। বোলিংয়ে শুরু থেকেই স্পিনারদের নিয়ে আসেন তামিম।




ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে একপ্রকার বাঘের গর্জন দিয়েছে বাংলাদেশ দলের স্পিনাররা। যেখানে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট করেছে বাংলাদেশ।




বাংলাদেশ দলের বলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩৫ ওভারে মাত্র ১০৮ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। যা তাদের দেশের মাটিতে সর্বনিম্ন দ্বিতীয় দলীয় স্কোর।




ঘরের মাঠে এর আগে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ডটি ছিল ৯৮ রানের। ২০১৩ সালে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে এই রান করেছিল ক্যারিবীয়রা।




গায়ানার সেই একই মাঠে এবার টাইগার বোলারদের তপে ১০৮ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যা তাদের দেশের মাটিতে সর্বনিম্ন দ্বিতীয় দলীয় স্কোর।




ওপেনার তামিমের দায়িত্বশীল ফিফটিতে মাত্র ১ উইকেট হারিয়ে ৯ উইকেট আর ১৭৬ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে সফরকারীরা।




এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। বলের হিসেবে এটি তাদের তৃতীয় বড় জয়। একদিনের ফরম্যাটে ৪৩ দেখায় উইন্ডিজের বিপক্ষে এটি ২০তম জয় লাল-সবুজের প্রতিনিদের। সবশেষ ১০ দেখায় টানা ১০ জয়।




সব মিলিয়ে ৩৯৮টি ওয়ানডে ম্যাচে এটি ১৪২তম জয়। এই জয়ের মধ্যে দিয়ে ৩১তম দ্বিপাক্ষিক সিরিজ জয়ে স্বাদ পেল বাংলাদেশ।