



প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল দুই জায়ান্ট ম্যানচেষ্টার ইউনাইটেড এবং লিভারপুল। ইংলিশ ফুটবলের এই দুই পরাশক্তির প্রীতি ম্যাচে বড় জয় পেয়েছে ম্যানইউ।




এরিক টেন হাগের অধিনে প্রথমবারের মত আজকে মাঠে নেমেছিল ম্যানইউ। এই ম্যাচেই ৪-০ গোলে লিভারপুলের বিপক্ষে জিতেছে তারা।




ম্যাচের ১২তম মিনিটে জ্যাডন সাঞ্চো প্রথম গোলটি করে এগিয়ে দেন ম্যানইউকে। ৩০ মিনিটে ফ্রেড গোল করে ব্যবধান দ্বিগুন করেন।




৩৩ মিনিটে মার্শিয়াল ব্যবধান করেন ৩-০। বিরতির আগে ৩-০ গোলেই এগিয়ে থাকে রেড ডেভিলরা। বিরতির পর ম্যাচের ৭৬ মিনিটে




পেলিস্ট্রি গোল করে হালী পূর্ণ করেন। মৌসুম শুরুর পূর্বে এমন জয় ম্যানইউ ভক্তদের আশা দেখাতে পারে ভালো কিছুর।