



ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র উশৃঙ্খল জীবন যাপনের জন্য বেশ সমালোচিত হয়ে আসছিলেন। ঠিক মত অনুশীলন করতে চান না,




পেশাদারিত্বের অভাব, পার্টিতে ব্যস্ত থাকেন, ম্যাচের চেয়ে পার্টিকে বেশি গুরুত্ব দেন- ইত্যাদি সমালোচনা তার নিত্য দিনের সঙ্গী ছিল।




তবে সেই নেইমার যেন এখন পুরোপুরি পাল্টে যাওয়া চিত্র। নিজেকে একেবারে নতুন করে আবিষ্কার করছেন ব্রাজিলিয়ান এই তারকা।




আগামী মৌসুমে ভালো করার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তিনি। এবারের ছুটিতে নেইমার জুনিয়র বেশ পরিশ্রম করেছেন সেটা নিজেই জানিয়েছেন।




ফ্রিকিক, ডিবক্সের বাইরে থেকে গোল করা, হেড দেওয়া- সবকিছু নিয়েই কাজ করেছেন বলেই জানিয়েছেন।প্রমান মিলতেছে অনুশীলনেও।




সেখানে ফ্রিকিক এবং ডি বক্সের বাইরে থেকে শট নিয়ে অনেক অনুশীলন করছেন তিনি। শুধু তাই নয়, নেইমারই যেন এখন অনুশীলনে সবচেয়ে মনোযোগী ছাত্র।




পিএসজির একজন কর্মকর্তা জানিয়েছে, নেইমার এখন সবার আগে অনুশীলনে আসেন এবং অনুশীলন ছেড়ে সবার শেষে যান। বুঝাই যাচ্ছে এই মৌসুমে ভালো করতে কতটা মরিয়া নেইমার।