Breaking News

ব্রাজিলের জালে গোল উৎসব করে শিরোপা জিতলো প্যারাগুয়ে

চিলিতে অনুষ্ঠিত হওয়া দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে ব্রাজিলকে ৫-৩ গোলে হারিয়ে শিরোপা জিতেছে প্যারাগুয়ে। কনমেবল সাব২০ বিচ সকারের তৃতীয় সংস্করণের প্রথম শিরোপা জিতল তারা।

বাংলাদেশ সময় রবিবার (১৩ আগস্ট) ভোর ৪টায় টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল ও প্যারাগুয়ে। ম্যাচের শুরু থেকেই ভালো অবস্থায় ছিলো প্যারাগুয়ে। মিলসিডেস মেডিনা এবং সেবাস্তিয়ান আগুয়ারের গোলে ম্যাচের শুরুতেই তারা ২ গোলের লিড নেয়।

এরপর অধিনায়ক জোয়াকুইন মোলাসের গোলে ৩-১ এ ব্যবধান বাড়ায় প্যারাগুয়ে। এরপর ব্রাজিলের দুই গোলে ম্যাচ সমতায় ফিরলেও মেডিয়ানার গতি এবং দৃঢ়তায় আরও দুটি গোল পায় প্যারাগুয়ে। যার ফলে ফাইনারে ব্রাজিলকে কাঁদিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে প্যারাগুয়ে।

এর আগে টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনাকে ১০-০ গোলে হারিয়ে সংবাদমাধ্যমে সাড়া ফেলেছিল ব্রাজিল। গত ১০ আগস্ট অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচটি। এরপর সেমিফাইনালে ৪-৩ গোলে স্বাগতিক চিলিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে সেলেসাও বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *