Home / সর্বশেষ / ঈদের দিনে আর্জেন্টিনার জালে ব্রাজিলের গোল উৎসব!

ঈদের দিনে আর্জেন্টিনার জালে ব্রাজিলের গোল উৎসব!

শিরোনামটা অনেকটা মজার হলেও বাস্তবে আর্জেন্টিনাকে নিয়ে ছিনিমিনি খেলেছে ব্রাজিল। নারী কোপা আমেরিকার এবারের

আসরে বি গ্রুপে নিজেদের উদ্ভোধনী ম্যাচে আর্জেন্টিনার নারীদের ৪-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে ব্রাজিল।দক্ষিণ আমেরিকার

শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ের প্রথম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ম্যাচটিতে আর্জেন্টিনাকে

বড় ব্যবধানে পরাজয়ের স্বাদ দিয়েছে ব্রাজিলের প্রমীলা দলের সদস্যরা। ব্রাজিলের এই বড় জয়ে দুটি গোল করেন আদ্রিয়ানা।

একটি করে গোল করেন জানেরাত্তো, ক্রিশ্চিয়ানে ডি অলিভিয়েরা (দেবিনহা)। ম্যাচের ২৮তম মিনিটে আদ্রিয়ানা গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে।

৮ মিনিট পর পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন জানেরাত্তো। বিরতি পর্যন্ত ব্রাজিল ২-০ গোলে এগিয়ে থাকে। বিরতির পর ম্যাচের

৫৮ মিনিটে নিজের দ্বিতীয় ও দলীয় তৃতীয় গোলটি করেন আদ্রিয়ানা। ৮৭ মিনিটে ক্রিশ্চিয়ানে ডি অলিভিয়েরা (দেবিনহা) চতুর্থ গোলটি করে ব্রাজিলের বড় জয় নিশ্চিত করেন।

Check Also

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়লো দক্ষিণ আফ্রিকা…

যেখানে শেষ করেছিল, সেখান থেকেই যেন শুরু হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। ২৪ ঘণ্টা পার না হতেই …

Leave a Reply

Your email address will not be published.