



ল্যাতিন আমেরিকার সবচেয়ে বড় নারীদের টুর্নামেন্ট কোপা আমেরিকার এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনা।




এই ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল ৬টায়। বি গ্রুপে থাকা এই দুই দলের লড়াইয়ে প্রথমার্ধ শেষেই জয়ের ইঙ্গিত পাচ্ছে ব্রাজিলিয়ানরা।




বিরতি পর্যন্ত ২-০ গোলে এগিয়ে আছে ব্রাজিল নারীরা। ম্যাচে ব্রাজিলের গোল দুটি করেন আদ্রিয়ানা এবং বেট্রিজ জানেরাত্তো।




ম্যাচের ২৮ মিনিটে আদ্রিয়ানা গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে। ৮ মিনিট পর পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন জানেরাত্তো।