



পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে গোটা বিশ্বে। মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসবের এই দিনে শুভেচ্ছা জানিয়েছে বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি।




খানিকটা ভিন্নতা এনে এ শুভেচ্ছা জানানোয় শামিল হয়েছে প্যারিস সেইন্ট জার্মেইঁও। নিজেদের টুইটারে বার্সা লিখেছে, ‘শুভ ঈদ উল আজহা।




পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বার্সা ভক্তদেরকে জানাচ্ছি ঈদ মোবারক।’ সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল আরবি হরফে লেখা ঈদের শুভেচ্ছা জানানো ছবিও।




মেসি-রোনালদের মতো নেইমার সবসময় আলোচনায় থাকেন। সেটি ব্যক্তিগত লাইফস্টাইল দিয়ে হোক আর ফুটবলশৈলীতে। এবার তো মুসলিম ধর্মালম্বীদের




পবিত্র ঈদুল আযহায় শুভেচ্ছা জানিয়েছে এসেছেন আলোচনায়। সোশ্যাল মিডিয়ায় নেইমারের ছোট্ট একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়। যাতে মুসলিম ধর্মালম্বীদের




ঈদের শুভেচ্ছা জানাতে দেখা যায় তাকে। আর তা রীতিমত ভাইরাল নেটদুনিয়ায়। অনেকেই ভিডিওটি বিভিন্ন গ্রুপ কিংবা ব্যক্তিগত টাইমলাইন থেকে শেয়ার করছেন।



