



কোপা লিবার্তাদোরেসের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনার শক্তিশালী দল বোকা জুনিয়র্স মুখোমুখি হয়েছিল ব্রাজিলিয়ান ক্লাব কারন্থিনিয়াসের।




সেখানে বোকা জুনিয়র্সকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে কারন্থিনিয়াস। কারন্থিনিয়াসের মাটিতে প্রথম লেগ ড্র হয়েছিল ০-০ গোলে।




ফিরতি লেগে বোকা জুনিয়র্সের মাটিতেও নির্ধারিত সময় খেলা ০-০ থাকে। এরপর খেলা গড়ায় টাইব্রেকারে এবং সেখানে ৬-৫ গোলে জিতে কারন্থিনিয়াস।




দ্বিতীয় লেগের খেলা নির্ধারিত সময়েই শেষ করে দিতে পারত বোকা জুনিয়র্সের আর্জেন্টাইন তারকা বেনেদেত্তো। ম্যাচে পেনাল্টি পেয়েছিল বোকা জুনিয়র্স।




সেই পেনাল্টি নিতে আসেন বেনেদেত্তো। কিন্তু তার নেওয়া পেনাল্টি কারন্থিনিয়াস গোলকিপার ক্যাসিওকে বোকা বানালেও বল গিয়ে লাগে বারে।




টাইব্রেকারে ফের মিস করেন বেনেদেত্তো। এবার তার শট গোলকিপারের নাগালের অনেক উপর দিয়ে চলে যায় গ্যালারীতে।