



গাম্পার ট্রফিতে বার্সালোনার প্রতিপক্ষ হয়ে খেলার কথা ছিল ইতালিয়ান ক্লাব রোমার। কিন্তু রোমা এই ম্যাচে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল।




এরপরই ক্লাব খুঁজতে শুরু করে বার্সালোনা। রোমার সরে আসার পর ইতালির আরেক ক্লাব এসি মিলানের বিপক্ষে খেলার চেষ্টা করেছিল বার্সালোনা।




কিন্তু এসি মিলানও না করে দিয়েছে। ফলে বাধ্য হয়েই নতুন ক্লাব খুঁজতে হয়েছে বার্সার।সেই খোঁজা থেকেই তারা নিশ্চিত করেছে এই ম্যাচের প্রতিপক্ষ।




ম্যাচে বার্সার প্রতিপক্ষ হয়ে খেলবে মেক্সিকোর ক্লাব পুমাস উনাম। আগামী ৭ আগষ্ট অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।