Home / সর্বশেষ / ৬,৬,৬,৪ সাকিবকে মেরে খেলার রহস্য উন্মোচন করলেন : রভম্যান পাওয়েল

৬,৬,৬,৪ সাকিবকে মেরে খেলার রহস্য উন্মোচন করলেন : রভম্যান পাওয়েল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩৫ রানে হেরেছে বাংলাদেশ। যেখানে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের নায়ক ছিলেন ক্যারিবীয় হার্ডহিটার রভম্যান পাওয়েল।

মাত্র ২৮ বলে ৬ ছক্কা ও ২ চারে অপরাজিত ৬১ রানের ইনিংস খেলেছেন তিনি, হয়েছেন ম্যাচসেরা। এর মধ্যে সাকিবের এক ওভারেই নিয়েছিলেন ২৩ রান।

সাকিবের করা ক্যারিবীয় ইনিংসের ১৬তম ওভারে ৩টি ছক্কা ও একটি চারে ২৩ রান নিয়েছিলেন পাওয়েল। ওই ওভারটিই ম্যাচের গতিপথ পাল্টে দিয়েছিল বলে মনে করেন পাওয়েল,

“সাকিবের ওই বড় ওভারটিই ম্যাচের গতি বদলে দিয়েছিল। ব্যাটিং করার সময় আমরা বরাবরই কথা বলছিলাম কীভাবে ম্যাচের মোড় ঘুরানো যায় এবং আজ (রবিবার) সাকিবের ওই ওভারই আমাদের জন্য সেই কাজটা করে দিয়েছে।”

পাওয়েল বলেন, ‘আপনারা জানেন, ম্যাচের পরিস্থিতি বুঝা ও কোন বোলারকে মেরে খেলতে হবে তা বুঝা খুবই গুরুত্বপূর্ণ।

আমি বুঝেছিলাম যে, আজ সাকিবের দিনটি ভালো যাচ্ছে না। তাই তাকে মেরে খেলার সিদ্ধান্ত নিই আমি।’ বল হাতে সাকিব চার ওভারে দিয়েছিলেন ৩৮ রান।

ব্যক্তিগত প্রথম ওভারে এক রান দিয়ে এক উইকেট শিকার করেছিলেন। তবে শেষ তিন ওভারে দেন ৩৭ রান, পাননি আর কোনো ‍উইকেটও।

Check Also

রোমাঞ্চকর লড়াই শেষে সিরিজ জিতল আফগানিস্তান

পাকিস্তানের বিপক্ষে প্রথম দ্বি-পাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেয়েই এক ম্যাচ হাতে রেখে জিতে নিল আফগানিস্তান। …

Leave a Reply

Your email address will not be published.