Home / সর্বশেষ / আরেকটা সাকিব থাকলে হয়তো জিততে পারত বাংলাদেশ

আরেকটা সাকিব থাকলে হয়তো জিততে পারত বাংলাদেশ

বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর গতরাতে অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় ম্যাচ।

এই ম্যাচে বাংলাদেশকে ৩৫ রানে হারিয়েছে স্বাগতিকরা। ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

দলের পক্ষে ব্রেন্টন কিং ৪৩ বলে ৫৭, নিকোলাস পুরান ৩০ বলে ৩৪, পাওয়েল ২৮ বলে ৬১ রান করেন। ম্যাচে বাংলাদেশ অধিনায়কের বোলার নির্বাচন নিয়ে কিছুটা অপরিপক্কতা দেখা যায়।

মোসাদ্দেক হোসেন সৈকত ১ ওভারে মাত্র ১ রান দিয়ে এক উইকেট পেলেও তাকে আর বোলিংয়েই আনা হয়নি। পুরানকে আউট করেছিলেন তিনি।

তাসকিন আহমেদ ৩ ওভারে দিয়েছিলেন ৪৬ রান। মেহেদী হাসান ৪ ওভারে ৩১ রানে একটি উইকেট শিকার করেন। এছাড়া মুস্তাফিজ ৪ ওভারে ৩৭ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

সাকিব আল হাসান ৪ ওভারে ৩৮ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। শরিফুল ৪ ওভারে ৪০ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন।

জবাবে ব্যাটিং করতে নেমে একপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। সাকিব আল হাসান এক প্রান্তে ৫২ বলে ৬৮ রান করে অপরাজিত থাকলেও অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত ১৫৮ রানে থামে।

আফিফ হোসেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন ২৭ বল থেকে। এনামুল ৩, লিটন ৫, রিয়াদ ১১, সোহান ৭, মোসাদ্দেক ১৫ রান করেন।

Check Also

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়লো দক্ষিণ আফ্রিকা…

যেখানে শেষ করেছিল, সেখান থেকেই যেন শুরু হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। ২৪ ঘণ্টা পার না হতেই …

Leave a Reply

Your email address will not be published.