বেশ কিছুদিন ধরেই ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে নিয়ে সরগরম ফুটবল বিশ্ব। ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাতে ফিরবেন ব্রাজিলের পোস্টার বয়, এমন খবরই শোনা যাচ্ছিল আন্তর্জাতিক গণমাধ্যমে। তবে স্প্যানিশ ক্লাবটিতে নয়, দুই বছরের চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল-হিলালেই যাচ্ছেন নেইমার।
ফরাসি গণমাধ্যম লেকিপ জানায়, আল-হিলালের সঙ্গে দুই বছরের চুক্তিতে রাজি হয়েছেন নেইমার। ১৬০ মিলিয়ন ইউরোতে সৌদি ক্লাবে যোগ দিচ্ছেন তিনি।
ইতালির বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাবরিজিও রোমেনো জানান, নেইমার সৌদি ক্লাব আল-হিলালের সঙ্গে চুক্তিবদ্ধ হতেই অগ্রসর হচ্ছেন। সৌদি ক্লাবে যোগ দেওয়ার খুবই কাছে রয়েছেন তিনি। চুক্তিটি সম্পন্ন করার লক্ষ্যে দুই পক্ষের মধ্যেই আলোচনা চলছে।
আল-হিলালে নেইমার সতীর্থ হিসেবে পাবেন কৌলিবালি, রুবেন নেভেস, ম্যালকমকে। আরব ক্লাব কাপের ফাইনালে রোনালদোর আল নাসরের কাছে হেরে শিরোপা হাতছাড়া করে আল-হিলাল।
এদিকে, নেইমারকে পেতে আল হিলালের বড় অঙ্কের প্রস্তাবে পিছু হটেছে বার্সেলোনা। ব্রাজিলের তারকা ফুটবলার সৌদি লিগে যোগ দিতে পারেন এমন শঙ্কায় বিকল্প ফুটবলারের খুঁজে রয়েছে স্প্যানিশ ক্লাবটি। জানা গেছে, নেইমারের পরিবর্তে অ্যাথলেটিকো মাদ্রিদের জোয়াও ফেলিক্সকে পেতে আগ্রহী কাতালানরা।