Home / সর্বশেষ / আবারো বাংলাদেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে ভারত

আবারো বাংলাদেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে ভারত

সাদা পোশাকে বাংলাদেশ বরাবরই দুর্বল। সেটি ঘরের মাঠে হোক কিংবা দেশের বাইরে। তবে নতুন বছরের প্রথম দিন থেকেই সে কথাকে ভুল প্রমাণ করতে চলেছেন মুমিনুল বাহিনী।

মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সমানে সমানে লড়াই চালিয়ে যাচ্ছেন টাইগাররা। নতুন বছরে টাইগারদের সামনে আরও কঠিন পরীক্ষা আছে।

সাত বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল।ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো সূত্র জানায়, চলতি বছরের নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে কোহলি-রোহিতের দল।

দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা। চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য বিশ্বকাপ থেকে ফিরেই বাংলাদেশ সফরে আসার কথা বিরাট কোহলির দলের।

এই সফরের তারিখ এখনও নির্ধারিত হয়নি। উল্লেখ্য, ২০২২ সালজুড়েই ব্যস্ত সময় পার করবে ভারত। দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের টেস্ট সিরিজ শেষে সেখানে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ।

এর পরেই ৬ ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলংকার বিপক্ষে সিরিজ লড়বে ভারত। ১৮ মার্চ পর্যন্ত চলবে শ্রীলংকার বিপক্ষে সিরিজ। এর পর শুরু হয়ে যাবে আইপিএল।

আইপিএল শেষে জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেলবে ভারত। এর পর উড়ে যাবে ইংল্যান্ডে। সেখানে ম্যানচেস্টারে ১ জুলাই থেকে শুরু হওয়ার কথা গত বছরে করোনায় বাতিল হওয়া সিরিজের পঞ্চম টেস্ট।

এর পর তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচও খেলবে দুদল। ইংল্যান্ড সফর শেষে ওয়েস্ট ইন্ডিজ সফর। এর পর এশিয়া কাপ এবং এর পর পরই বিশ্বকাপ। বিশ্বকাপ শেষেই বাংলাদেশ সফরে আসবে ভারত দল।

Check Also

রোমাঞ্চকর লড়াই শেষে সিরিজ জিতল আফগানিস্তান

পাকিস্তানের বিপক্ষে প্রথম দ্বি-পাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেয়েই এক ম্যাচ হাতে রেখে জিতে নিল আফগানিস্তান। …

Leave a Reply

Your email address will not be published.