Home / সর্বশেষ / পূনরায় ছন্দে ফিরতে মুমিনুলকে বিশ্রাম দিতে চান সাকিব

পূনরায় ছন্দে ফিরতে মুমিনুলকে বিশ্রাম দিতে চান সাকিব

ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় পার করছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মমিনুল হক। বাংলাদেশ টেস্ট ক্রিকেটের স্পেশালিস্ট এই ব্যাটসম্যান ক্যারিয়ারের শুরুতেই ছিলেন দুর্দান্ত ছন্দ।

কিন্তু এই বছরে নিজেকে হারিয়ে ফেলেছেন সাবেক অধিনায়ক। মাঠে যাচ্ছেন আর আউট হয়ে ফিরছেন। আসা যাওয়াই যেন তার কাজ। রান পেতে নেতৃত্ব ছাড়লেন প্রথম ম্যাচের দুই ইনিংসে আউট হলেন শূন্য আর চার রানে।

গতকাল প্রথম টেস্ট ম্যাচ শেষে নতুন অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন মুমিনুল যদি যায় তাহলে বিশ্রাম নিতে পারবে। তবে এত দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে চান না সাকিব।

“ও (মুমিনুল) যদি মনে করে যে হ্যাঁ ওর ব্রেক দরকার আছে সেটা হতে পারে। কিন্তু এখন আমরা আসলে এই মুহূর্তে একটা ম্যাচ শেষ হওয়ার পর কোনো সিদ্ধান্ত নেওয়াটা বা কোনো কিছু চিন্তা করাটা খুব একটা ভালো কিছু না”

সাকিব বলেন, “আমি যেটা বললাম যে পরের দুই তিন দিন বিশ্রাম আছে। এরপর যখন সেন্ট লুসিয়া অনুশীলন করব হয়তো সেদিন আমরা চিন্তা করতে পারব। যে আসলে আমাদের দলের জন্য কোনটা হলে ভালো হতে পারে। খুব যে বেশি পরিবর্তন করলে খুব বেশি যে ভালো কিছু হবে, সেটার নিশ্চয়তাও আপনি দিতে পারবেন না।”

Check Also

রোমাঞ্চকর লড়াই শেষে সিরিজ জিতল আফগানিস্তান

পাকিস্তানের বিপক্ষে প্রথম দ্বি-পাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেয়েই এক ম্যাচ হাতে রেখে জিতে নিল আফগানিস্তান। …

Leave a Reply

Your email address will not be published.