



বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কয়েকদিন আগে বলেছিলেন টানা দুই টেস্ট খেলার মানসিকতা ক্রিকেটারদের নেই। তবে কিংবদন্তি অধিনায়ক মাশরাফির প্রশ্ন কাড়িকাড়ি টাকা দিয়ে রাখা কোচিং




প্যানেলের সদস্যরা তাহলে করছেটা কি? সাবেক অধিনায়ক মাস জানান এক বা দুইটা টেস্ট জিতে আত্মতৃপ্তিত ভোগ করার আর কোনো সুযোগ নেই। দক্ষিণ আফ্রিকা টেস্টে নিদারুণ বিপর্যয়।




এর পর দেশে ফেরা। অতঃপর বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে ফাইভ স্টার হোটেলে কোচিং স্টাফের নামিদামি সদস্যদের বৈঠক। ডোমিঙ্গরা জানালেন টানা দুই টেস্ট খেলার মানসিকতাই নাকি নাই ক্রিকেটারদের।




বৈঠক শেষে পাপন বলেন, ২য় টেস্টে গিয়ে একেবারেই মনে হয় আমরা আর পারছি না। তবে একটা জিনিস মনে করি আসলে ১০ দিনের খেলার মাইন্ডসেটটাই আমদের নেই।




এই যে দশ দিন খেলতে হবে এই মাইন্ডসেটটাই প্লেয়ারদের নাই। মাশরাফিকে এই নয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যদি বলেন ক্রিকেটারদের ১০ দিন খেলার মাইন্ডসেট নাই তাহলো কোচরাই প্রশ্ন বিদ্ধ হয়ে যায় তাই না কি।




তিনি আরও বলেন এই মাইন্ডসেট যাতে তৈরি সে জন্যেই তো তেমাদের (কোচ) এতো বেতন দিয়ে রাখা হয়। এই মানসিকতা নাই এটা বলার আগে আমার কাছে মনে হয় তদের (কোচ) চিন্তা করা উচিত এ রেস্পন্সিবিলিটি তাদের তাই না।




যদি নাই হয় তাহলে ওদের কাজটা কি। তবে এই দলটাই বাংলার অহংকার কত সাফল্যগাথা সাক্ষী করেছে ক্রিকেট হিরোরা। দুঃখজনক হলেও সত্য তাই এমন কীর্তিমানদের কর্মের ভাগ নেয়ার লোকের অভাব থাকে না তবে ব্যর্থতার দায় যেন সব সাকিব-তামিম রিয়াদের।