



অ্যান্টিগা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১০৩ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। ব্যাট হাতে বেশিরভাগ ব্যাটারেরই অসহায় আত্মসমর্পণের সাক্ষী হয়েছে বাংলাদেশ।




সাকিব আল হাসান অর্ধশতকের দেখা পেলেও অন্যরা বড় ইনিংস খেলতে পারেননি। তামিম ইকবাল (২৯) ও লিটন দাস (১২) ছাড়া কেউই পাননি দুই অঙ্কের দেখা।




এই হতশ্রী ব্যাটিংয়ের কোনো ব্যাখ্যা দাঁড় করানো কঠিন। সাকিবও অসহায় স্বীকারোক্তিতে জানালেন, এমন ব্যাটিংয়ের কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগ তার কাছেও নেই।




তিনি বলেন, ‘ব্যাখ্যা করার কোনো অপশনই দেখি না যে, কোনোভাবে এটা ব্যাখ্যা করা যাবে! আসলে আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। আমি জানি না অন্য কারও কাছে আছে কি না,




আমার কাছে কোনো ব্যাখ্যা নেই।’ ব্যাটিং ইউনিটকে সমালোচনায় ভাসিয়ে, একাদশে কাটছাঁট করে অধিনায়কের সুযোগ থাকে দায় এড়ানোর। কিন্তু সাকিবের বিশ্বাস,




এই ব্যাটিং অর্ডারই ঘুরে দাঁড়াবে, ঘুচিয়ে দেবে এই ইনিংসের আক্ষেপ। তবে সেজন্য দায়িত্বটা নিজেদেরই নিতে হবে, মনে করিয়ে দিলেন সাকিব। তিনি বলেন,




‘এখানে কোচ-অধিনায়কের কাজটা সোজা। ধরুন কেউ পারফর্ম করল না, আমি বাদ দিয়ে দিলাম। এখানে আসলে ব্যাটারদেরই দায়িত্ব নিতে হবে। তাদের কাজটা তাদেরই করতে হবে।




কেউ এসে তাদের মুখে তুলে খাইয়ে দিয়ে যাবে না। ব্যর্থ হয়েছে… আশা করি দ্বিতীয় ইনিংসে এমনভাবে ঘুরে দাঁড়াবে যাতে এই ব্যর্থতা পুষিয়ে দিতে পারে। সেই চ্যালেঞ্জটা এখন থাকবে।’