



অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম যেন দুঃস্বপ্নে পরিণত হয়েছে বাংলাদেশ দলের কাছে। এবারের সফরের আগে টাইগাররা একটি মাত্র টেস্ট খেলেছে এই ভেন্যুতে।




যেখানে নিজেদের প্রথম ইনিংসে ৪৩ রানে গুটিয়ে যাওয়ার লজ্জার রেকর্ডের সঙ্গী হয়েছে সফরকারী। সেই দুঃস্বপ্ন আবার ফিরতে বসেছিল অ্যান্টিগায়।




তবে সাকিব আল হাসান আর তামিম ইকবালের ব্যাটে এ যাত্রায় রক্ষা পেয়েছে বাংলাদেশ দল। উইন্ডিজের বোলার, আরও নির্দিষ্ট করে বললে স্বাগতিক পেসারদের দাপুটে বোলিংয়ে রীতিমত কোণঠাসা অধিনায়ক সাকিবের দল।




রানের খাতাই যে খুলতে পারেননি পাঁচ ব্যাটসম্যান। সাকিবের প্রতিরোধী ফিফটিতে ৫১ এবং ওপেনার তামিমের ২৯ রানের কল্যাণে স্কোর বোর্ডে সংগ্রহ কোনরকম একশর কোটা পূর্ণ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।




প্রথম ইনিংসে টাইগাররা গুটিয়ে গেছে ১০৩ রানে। ক্যারিবীয়দের হয়ে জেইডেন সিলেস আর আলজারি জোসেফ নিয়েছেন ৩টি করে উইকেট নিয়েছেন।




কাইল মায়ার্রস ও কেমার রোচ নেন ২টি করে উইকেট। বিস্তারিত আসছে…