



বিশ্বকাপ মাঠে গড়াতে এখনো পাঁচ মাস বাকি। কিন্তু কোন দল ফেবারিট, সেই আলোচনা শুরু হয়ে গেছে এখনই। তারই অংশ হিসেবে ইএসপিএন




ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মদরিচকে প্রশ্ন করেছিল—এবারের বিশ্বকাপে ফেবারিট কোন দল, এ প্রশ্নের উত্তরে লিওনেল মেসির আর্জেন্টিনাকেই এগিয়ে রাখলেন মদরিচ।




আর্জেন্টিনা তাদের ২৮ বছরের শিরোপা–খরা ঘুচিয়েছে গত বছর, ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে ফাইনালে নেইমারদের হারিয়ে কোপা আমেরিকা জিতে।




এরপর ইতালিকে হারিয়ে জিতেছে লা ফিনালিসিমা। বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে অসাধারণ খেলেছে আর্জেন্টিনা। সব মিলিয়ে আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৩ ম্যাচে অপরাজিত দুই লিওনেল, স্কালোনি ও মেসির দল।




তবে চাওয়ার ভিন্নতা রয়েছে ব্রাজিলিয়ানদের। আসন্ন ২০২২ কাতার বিশ্বকাপে নিজের প্রত্যাশা সম্পর্কে আলোকপাত করলেন ব্রাজিলিয়ান তরুণ তুর্কি ভিনিসিয়াস জুনিয়র। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে




মুখোমুখি হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ মাতানো এই সুপারস্টার। আসছে নভেম্বরে কাতারে বসতে যাচ্ছে ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় মহাযজ্ঞ বিশ্বকাপের আসর।




এবারের বিশ্বকাপে পাখির চোখ করে আছে ব্রাজিল। দীর্ঘ ২০ বছরের শিরোপা খরা ঘুচানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে সেলেকাওরা। এবার বিশ্বকাপে




নিজের লক্ষ্যের কথা জানালেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। বিশ্বকাপ জয়ের ইচ্ছার পাশাপাশি জানালেন ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কাকে চান তার নামও!




এবারে প্রথমবারের মতো ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপে অংশ নেবেন ভিনিসিয়াস জুনিয়র। প্রথম আসরেই বাজিমাত করতে চান এই তরুণ তারকা।




ফাইনালের আগে ইউরোপ জায়ান্ট ফ্রান্সকে প্রতিপক্ষ হিসেবে চান না ভিনিসিয়াস জুনিয়র। সম্প্রতি ব্রাজিলের সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র।