



ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগেই একটা দুঃসংবাদ পেল বাংলাদেশ। চোটের কারণে টেস্ট সিরিজে খেলা হবে না ইয়াসির আলীর।অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট




একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ব্যাটিংয়ের সময় পিঠের পেশির সমস্যায় মাঠ ছাড়তে বাধ্য হন ইয়াসির আলী। ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখার পর আজ তাঁর পিঠের স্ক্যান করানো হয়।




সেই স্ক্যানে তাঁর মেরুদণ্ডের নিচের অংশে সমস্যা ধরা পড়েছে। বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেছেন,




‘এই ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। এ কারণে তাকে (ইয়াসির আলী) টেস্ট সিরিজে পাওয়া যাবে না।’




ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে আগামী ১৬ জুন বৃহস্পতিবার থেকে, অ্যান্টিগায়। ২৪ জুন সেন্ট লুসিয়ায় শুরু পরের টেস্ট।




এদিকে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দিয়েও অসুস্থতার কারণে দেশে ফিরতে হয়েছে টিম ডিরেক্টর খালেদ মাহমুদকে। গত ৮ জুন মোস্তাফিজুর রহমান,




তাইজুল ইসলামদের সঙ্গে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশে দেশ ছাড়েন মাহমুদ। কিন্তু যাত্রাপথে অসুস্থ হয়ে পড়ায় দেশে ফিরে আসেন তিনি। দোহায় যাত্রাবিরতির সময় মাহমুদের রক্তচাপ কমে যায়।




এরপর সেখান থেকেই দেশে ফিরে আসেন মাহমুদ। আপাতত তিনি নিজ বাসায় বিশ্রামে আছেন। মাহমুদের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজে কেউ টিম ডিরেক্টরের দায়িত্বপালন করবেন কি না, সে সিদ্ধান্ত এখনো নেয়নি বিসিবি।