Home / সর্বশেষ / ক্রিকেট থেকে বিদায় নেওয়া মেয়ে মিতালীকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিলেন মা লীলা রাজ

ক্রিকেট থেকে বিদায় নেওয়া মেয়ে মিতালীকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিলেন মা লীলা রাজ

হুট করেই ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ভারতের নারী ক্রিকেটের অবিসংবাদিত সুপারস্টার মিতালি রাজ। গতকাল বুধবার তিনি এই ঘোষণা দেন।

অবসরের পর মিতালিকে এবার জীবনের দ্বিতীয় ইনিংস শুরুর প্রস্তুতি নিতে হবে। খেলার জন্য এতদিন বিয়ে ঠেকিয়ে রেখেছিলেন মিতালি। এখন সেটা আর হবে না।

মেয়েকে সংসারী করেই ছাড়বেন তার মা লীলা রাজ। ভারতের হয়ে ২৩ বছরে বর্ণাঢ্য ক্যারিয়ার ৩৯ বছর বয়সী মিতালি রাজের। অসামান্য সব রেকর্ড গড়ে ‘নারী ক্রিকেটের শচীন’ উপাধিও পেয়েছেন।

মিতালির বিয়ে নিয়ে তার মা লীলা বলেছেন, ‘ওর বিয়ের ব্যাপারে আমার কিছু জানা নেই। এই সিদ্ধান্তটা সম্পূর্ণ তার ওপরেই ছেড়ে দিয়েছিল। তবে আমি ওকে বিয়ে করার জন্য চাপ দেব।

যে কোনো মা-ই চায়, তার মেয়ে জীবনটা গুছিয়ে নিক। ক্রিকেটের জন্য এতদিন মিতালি ব্যক্তিগত জীবনে অনেক ত্যাগ করেছে। ২৩ বছর ধরে যে চাপ নিয়ে খেলেছে, সেটা সহজ নয়।

ভারতের হয়ে ৩৩৩ ম্যাচে ১০,৮৬৮ রান করেছেন মিতালি। তার অবসরের সিদ্ধান্তে অনেকে হতাশ। কিছুদিন আগের এক সাক্ষাৎকারে মিতালি বলেছিলেন, কম বয়সে বিয়ে করার ইচ্ছা ছিল।

ক্রিকেটের জন্য হয়ে ওঠেনি। এখন আর বিয়ে করার তেমন ইচ্ছা নেই তার। ক্রিকেটকে বিদায় জানানোর পর মিতালি কী করবেন- সে বিষয়ে তার মা কোনো ধারণা দিতে পারেননি। যদিও তিনি মেয়ের অবসরের সিদ্ধান্ত সঠিক বলেই মনে করেন।

মেয়ের অবসর নিয়ে লীলা রাজ আরও বলেছেন, ‘বাড়ির কে কী ভাবছে জানি না। আমি খুবই খুশি হয়েছি। কারণ, কেউ কোনো ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেলে তার ওপর প্রবল চাপ থাকে।

আমি চাই না আমার মেয়ে আর এই চাপ নিয়ে চলুক। ওর ক্রিকেট শুরুর সময়ের কথা মনে পড়ছে। তখন ভাবতেই পারিনি মিতালি এই পর্যায় পৌঁছবে। ঠিক সময়েই সিদ্ধান্ত নিয়েছে। শেষ ৮ বছর খুব চাপ যাচ্ছিল ওর উপর। সেটাও মিতালি ভালোভাবেই সামাল দিয়েছে। ‘

Check Also

ব্রাজিলিয়ানদের দাপটে তছনছ হয়ে গেল বার্সেলোনার স্বপ্ন

আরও একবার ইউরোপিয়ান প্রতিযোগিতায় বার্সালোনার নামটি হারিয়ে গেল। চ্যাম্পিয়নস লিগ থেকে ইউরোপা লিগ, সেখান থেকে …

Leave a Reply

Your email address will not be published.