



বুধবার মুলতানে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে স্বাগতিক পাকিস্তান। বড় রান তাড়া করতে নেমে দলকে




সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক বাবর আজম। দুর্দান্ত সেঞ্চুরির জন্য ম্যাচসেরাও নির্বাচিত হন তিনি। তবে ম্যাচসেরার পুরস্কার নিজে না দিয়ে সেটি দিয়ে দিলেন খুশদিল শাহকে।




উইন্ডিজের দেওয়া ৩০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের দিকেই যাচ্ছিল পাকিস্তান। বাবরের ১০৭ বলে ১০৩ রানের ইনিংসের কল্যাণে জয়ের পথেই ছিল স্বাগতিকরা।




তবে ক্যারিবীয়রা কয়েক ওভার দারুণ বোলিং করলে পাকিস্তান শেষদিকে আস্কিং রানরেটের চাপে পড়ে যায়। সে সময় ২৩ বলে অপরাজিত ৪১ রানের ইনিংস খেলে পাকিস্তানকে জয়ের বন্দরে পৌঁছে দেন খুশদিল।




ম্যাচসেরার পুরস্কার খুশদিলের প্রাপ্ত মনে করেন বাবর, ‘দুর্দান্ত খেলেছে খুশদিল। আমি আমার এই ম্যাচসেরার পুরস্কার তাকে দিয়ে দিচ্ছি। ’ এরপর খুশদিল ম্যাচসেরার পুরস্কার গ্রহণ করেন এবং ‘ফ্যান অব দ্য ম্যাচ’ এর বলে অটোগ্রাফ দেন।



