



বর্তমান সময়ে অন্যতম মারকুটে ব্যাটার টিম ডেভিড টি-টোয়েন্টি ক্রিকেটে। অস্ট্রেলিয়ায় মূলত তার বেড়ে ওঠা ও খেলাধুলায় সম্পৃক্ত হওয়া এবং জন্ম হল সিঙ্গাপুরে।




এরই মধ্যে অস্ট্রেলিয়া আন্তর্জাতিক অভিষেক হওয়া ডেভিডকে সিঙ্গাপুরের হয়ে দলে নেওয়ার কথা ভাবছে। ডেভিড ২০১৮-১৯ মৌসুমে কেন্দ্রীয় চুক্তি পেয়েছিলেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার রাজ্য দলের।




কিন্তু মূল দলে কখনই অভিষেক হয়নি। যে কারণে তিনি রাগে-ক্ষোভে সিঙ্গাপুরে চলে যান। ২০১৯ সালের জুলাইয়ে সেখানেই আন্তর্জাতিক অভিষেক হয়।




তিনি ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সিঙ্গাপুরের জার্সিতে। তবে সামনে এখন তার খেলার সম্ভাবনা অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে।




অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে রাখার ইঙ্গিত দিয়েছেন ডেভিডের মতো মারকুটে ব্যাটারকে। অবশ্য আগামী মাসে ডেভিডের কোনো জায়গা হয়নি শ্রীলঙ্কা সফরের টি-টোয়েন্টি দলে।




সবশেষ আইপিএলে ডেভিড মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সামর্থ্যের ছাপ রেখেছেন। আর তারপরই ল্যাঙ্কাশায়ারের হয়ে নেমে ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টেও তার ব্যাট থেকে এসেছে মাত্র ২৫ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস।




ডেভিড সীমিত সুযোগের সর্বোচ্চ ব্যবহারই করে যাচ্ছেন। তাকে বিবেচনায় রাখার কথা জানিয়ে ফিঞ্চ বলেছেন, “আমি মনে করি ডেভিড বিবেচনায় থাকবে।




সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে রয়েছে সে। আইপিএলের শেষভাগটা দারুণ কেটেছে তার। নিজের সেরা ছন্দে ছিল। প্রথম বল থেকেই মারতে পারার অনন্য সামর্থ্য রয়েছে ডেভিডের। এই ধারাবাহিকতায় অবশ্য তাকে বিবেচনা করতে হবে।”