Home / খেলার খবর / ক্রিকেটে বিশ্বরেকর্ড, এক ইনিংসে নয় ব্যাটারেই করলেন পঞ্চাশের বেশি রান

ক্রিকেটে বিশ্বরেকর্ড, এক ইনিংসে নয় ব্যাটারেই করলেন পঞ্চাশের বেশি রান

ভারতের ঘরোয়া রঞ্জি ট্রফির ম্যাচে হলো ইতিহাস। এক ইনিংসে নয় ব্যাটার করলেন কমপক্ষে হাফসেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে এমন ঘটনা এবারই প্রথম।

ঝাড়খন্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে ৭ উইকেটে ৭৭৩ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছে বেঙ্গল। বেঙ্গলের ব্যাটাররা এক থেকে নয় পর্যন্ত সবাই পঞ্চাশের ঘর পেরিয়েছেন।

এর মধ্যে আবার দুজন সেঞ্চুরিও করেছেন। তিন নম্বরে নেমে সুদিপ কুমার ১৮৪ এবং চারে অনুসতাপ মজুমদার করেছেন খেলেছেন ১১৭ রানের ইনিংস।

ব্যাঙ্গালুরুর জাস্ট ক্রিকেট একাডেমিতে গত ৬ জুন শুরু হয়েছে ম্যাচটি। পাঁচদিনের লড়াই শেষ হওয়ার কথা ১০ জুন। এছাড়া বাকি তিন কোয়ার্টার ফাইনালে খেলছে মুম্বাই-উত্তরাখণ্ড, কর্ণাটক-উত্তর প্রদেশ, পাঞ্জাব ও মধ্যপ্রদেশ।

Check Also

দুর্দান্ত খেলেও শেষ মুহুর্তে দুই গোল খেয়ে বিশ্বকাপ শুরু করলো মানের সেনেগাল

বিশ্বকাপে আগে কখনোই গ্রুপপর্বে আফ্রিকার কোন দলের কাছে হারেনি নেদারল্যান্ডস। অন্য দিকে সেনেগালও বিশ্বকাপে দু …

Leave a Reply

Your email address will not be published.