



আগামী নভেম্বরে কাতারে বসবে ক্রীড়া দুনিয়ার সবচেয়ে জাঁকজমকপূর্ণ ইভেন্ট ফিফা বিশ্বকাপ। ২২তম এই আসরে হট ফেবারিটের তালিকায় আছে ব্রাজিল,




আর্জেন্টিনা, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, ইংল্যান্ড, স্পেনের মতো ফুটবল পরাশক্তির দলগুলো। তবে ইএসপিএন তাদের বিশ্লেষণে এগিয়ে রাখছে ব্রাজিলকেই।




এখন পর্যন্ত ব্রাজিল ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ এবং ২০২২ সালে বিশ্বকাপ জয় করে এবং ১৯৫০ ও ১৯৯৮ সালে রানার আপ হয় । এবারের কাতার বিশ্বকাপে ব্রাজিল অন্যতম ফেভারিট ।




পারফরম্যান্সের দিকে তাকালে দেখা যায় যে, মার্চে প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে রয়েছে ব্রাজিল। কনমেবলেও পয়েন্ট তালিকায় তাদের অবস্থান শীর্ষে।




একনজরে দেখেনিন কাতার বিশ্বকাপ ২০২২: ব্রাজিল ম্যাচের সময়সূচিঃ