Home / সর্বশেষ / আইসিসি সুপার লীগে ভারত-অস্ট্রেলিয়া কে পিছনে ফেলে বাংলাদেশকে ধাওয়া করছে আফগানিস্তান

আইসিসি সুপার লীগে ভারত-অস্ট্রেলিয়া কে পিছনে ফেলে বাংলাদেশকে ধাওয়া করছে আফগানিস্তান

জিম্বাবুয়ের মাটিতেই তাদেরকে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে হারিয়ে আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এল আফগানিস্তান।

এরই সাথে তারা পিছনে ফেলে দেয় ভারতকে। একই দিনে নেদারল্যান্ডসকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করে ওয়েস্ট ইন্ডিজ উঠে আসে সুপার লিগ টেবিলের চার নম্বরে।

ক্যারিবিয়ানরাও টপকে যায় টিম ইন্ডিয়াকে। সুতরাং, লিগ টেবিলে ভারতকে পিছিয়ে যেতে হয় দু’ধাপ। পিছতে হয়েছে অস্ট্রেলিয়াকেও। আগের মতোই লিগ

টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ। আপাতত দ্বিতীয় স্থান ধরে রেখেছে ইংল্যান্ড। ভারত পাঁচ নম্বরে নেমে যায়। অস্ট্রেলিয়া পিছলে যায় ষষ্ঠ স্থানে।
আইসিসি ওয়ানডে ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিল:-

১. বাংলাদেশ: ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট। ২. ইংল্যান্ড: ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট। ৩. আফগানিস্তান: ১০ ম্যাচে ৮০ পয়েন্ট। ৪. ওয়েস্ট ইন্ডিজ: ১৮ ম্যাচে ৮০ পয়েন্ট। ৫. ভারত: ১২ ম্যাচে ৭৯ পয়েন্ট।

৬. অস্ট্রেলিয়া: ১২ ম্যাচে ৭০ পয়েন্ট। ৭. আয়ারল্যান্ড: ১৮ ম্যাচে ৬৮ পয়েন্ট। ৮. শ্রীলঙ্কা: ১৮ ম্যাচে ৬২ পয়েন্ট। ৯. নিউজিল্যান্ড: ৬ ম্যাচে ৬০ পয়েন্ট।

১০. পাকিস্তান: ১২ ম্যাচে ৬০ পয়েন্ট। ১১. দক্ষিণ আফ্রিকা: ১৩ ম্যাচে ৪৯ পয়েন্ট। ১২. জিম্বাবুয়ে: ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট। ১৩.নেদারল্যান্ডস: ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট।

Check Also

ব্রাজিলিয়ানদের দাপটে তছনছ হয়ে গেল বার্সেলোনার স্বপ্ন

আরও একবার ইউরোপিয়ান প্রতিযোগিতায় বার্সালোনার নামটি হারিয়ে গেল। চ্যাম্পিয়নস লিগ থেকে ইউরোপা লিগ, সেখান থেকে …

Leave a Reply

Your email address will not be published.