Home / সর্বশেষ / কোচ সিডন্সের বাছাই করা পজিশনে খেলতে চাননা তামিম ইকবাল

কোচ সিডন্সের বাছাই করা পজিশনে খেলতে চাননা তামিম ইকবাল

দীর্ঘ দেড় যুগ ধরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ওপেনিংয়ে ব্যাটিং করে আসছেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল।

নিজের ক্রিকেট ক্যারিয়ারের ৪২৯ ইনিংসের মধ্যে মাত্র একটি ইনিংসে তিনি ব্যাট করেছেন ৫ নম্বর পজিশনে। সেটিও আবার নিজের ইচ্ছায় নয়।

২০১৭ সালে পচেফস্ট্রুম টেস্টে ৪৯ মিনিট ফিল্ডিংয়ের বাইরে থাকার সময় দক্ষিণ আফ্রিকা ইনিংস ঘোষণা করায় তামিমকে বাধ্য হয়ে দেরিতে নামতে হয়।

এছাড়া আর কোন ইনিংসের তিনি ওপেনিং ছাড়া ব্যাটিং করেননি। তবে সময়ের সাথে এখন তামিম ইকবালকে চার নম্বরে ব্যাটিং করার পরামর্শ দিয়েছেন জাতীয় দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স।

তবে এই মুহূর্তে চার নম্বরে ব্যাটিং করার কোন কারণ দেখেন না বলে জানিয়েছেন তামিম ইকবাল। আজ বেসরকারি টেলিকম প্রতিষ্ঠান রবি’র অনুষ্ঠানে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তামিম ইকবাল বলেন,

“আমার মনে হয় প্রশ্নটা যে ব্যক্তি করেছে তার মাথায় কী চলছিল আমি জানি না। কোনও ধারণা নেই আমার। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি

এটা একটা স্টুপিড প্রশ্ন। চার নম্বরে ব্যাটিং করার কোনও কারণ দেখি না। আমি ১৭ বছর ধরে ওপেন করে আসছি এবং আমি ভালো করছি।”

Check Also

যে কৃষক ভালো, তার ফসলও ভালো: মাহিয়া মাহি

আজ চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনে মুহা. জিয়াউর …

Leave a Reply

Your email address will not be published.