



শেখ কালাম ইয়ুথ টি-টোয়েন্টি ক্রিকেট লিগে আগেদ দিনে ব্যাট হাতে ঝড় তুলে মাত্র ৪৩ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের ক্রিকেটার আরিফুল ইসলাম।




আর আজ আবারো ঝড় তুললেন এই তরুণ, করলেন আবারো সেঞ্চুরি তাও মাত্র ৪৮ বলে। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে এদিন নর্থ জোন ইয়ুথ দলের বিপক্ষে মাত্র




৪৮ বলে ৪ ছক্কা ও ১৩ বাউন্ডারিতে ২০৮.৩০ স্টাইক রেটে ১০০ রানে অপরাজিত থাকেন আরিফুল। ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছে এই যুব বিশ্বকাপ দলের ব্যাটার। এর আগে




প্রথম ম্যাচে সেন্ট্রাল জোনের বিপক্ষে মাত্র ৪৩ বলে ১০০ রান করেন। আর গত ম্যাচে সাউথ জোনের বিপক্ষে করেন ২৮ বলে ৪৫ রান। আরিফুলের সেঞ্চুরির ম্যাচে নির্ধারিত




১৭ ওভারে ইস্ট জোন করে ৪ উইকেটে ১৭২ রান, জবাবে নর্থজোন ১৬.৫ ওভারে ১৪২ রানে অল আউট হয়। ইস্ট জোন জয় পায় ৩০ রানে। ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার জিতেন আরিফুল ইসলাম।