বাংলাদেশের একমাএ বিশ্বকাপটি এসেছে যাদের হাত ধরে তাদের দিকে নজর না রাখলে কি চলে । নজর দিতে গিয়ে চোঁখে পরলো যুব দলের অন্যতম




সদ্যস আরিফুলের পারফমেন্স। শেখ কালাম ইয়ুথ টি-টোয়েন্টি ক্রিকেট লিগে ব্যাট হাতে ঝড় তুলে মাত্র ৪৩ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন অনূর্ধ্ব-১৯




বিশ্বকাপ দলের ক্রিকেটার আরিফুল ইসলাম। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে এদিন ইস্ট জোন ইয়ুথ দলের বিপক্ষে মাত্র ৪৩ বলে ৯ ছক্কা




ও ৬ বাউন্ডারিতে ২৩৩ স্টাইক রেটে ১০০ রান করে আরিফুল। আরিফুলের সেঞ্চুরি করা এই ম্যাচে ৭৮ রানের বিশাল জয় পেয়েছে তার দল সেন্ট্রাল জোন ইয়ুথ টিম।