নতুন অধিনায়ক, নতুন কোচ- ইংল্যান্ড দলটাকেই নতুন বলা যায়। সেই নতুন ইংল্যান্ড দলের সামনে একেবারে নুয়ে পড়েছে টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ড।




লর্ডসে শুরু হওয়া টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাট করতে নেমে ইংলিশ বোলারদের তোপের মুখে মাত্র ১৩২ রানে অলআউট হয়ে গেছে কিউইরা।




অধিনায়ক হিসেবে বেন স্টোকসের এটাই প্রথম ম্যাচ। সে সঙ্গে কোচ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটেও এই ম্যাচ দিয়ে পথচলা শুরু হয়েছে ব্রেন্ডন ম্যাককালামের।




আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে কোচিং করালেও জাতীয় দলের কোচ হিসেবে তার পথচলা শুরু হলো এই প্রথম। তাও একেবারে নিজ দেশের বিপক্ষে।




শুরুতেই টসভাগ্যে হেরেছিলেন স্টোকস। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কেন উইলিয়ামসন। কিন্তু ব্যাট করতে নেমে জেমস অ্যান্ডারসন আর ম্যাথ্যু পটসের বিধ্বংসী বোলিংয়ের সামনে টিকতেই পারেনি ব্ল্যাক ক্যাপসরা।




অভিজ্ঞ অ্যান্ডারসন আর তরুণ ম্যাথ্যু পটস- দু’জনই সমান ভাগ করে নিলেন ৮টি উইকেট। এছাড়া স্টুয়ার্ট ব্রড এবং বেন স্টোকস নিলেন ১টি করে উইকেট।




মাত্র ৪০ ওভার ব্যাট করতে পেরেছে নিউজিল্যান্ড। শুরুতেই টম ল্যাথাম আর উইল ইয়ংয়ের উইকেট হারিয়ে দুর্দশার শুরু। দুই ওপেনারই করেছেন ১টি করে রান।




এরপর দুই অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসন এবং ডেভন কনওয়েও দ্রুত আউট হন। এ দু’জনের প্রথম জন ২ এবং পরেরজন করেন ৩ রান।




১২ রানে ৪ উইকেট পড়ার পর যখন ধুঁকছিল নিউজিল্যান্ড, তখন হাল ধরার চেষ্টা করেন ড্যারিল মিচেল এবং টম ব্লান্ডেল। কিন্তু ২৭ রানের মাথায় আউট হয়ে যান মিচেল। এরপর ৩৬ রানের মাথায় বিদায় নেন ব্লান্ডেল।




৪৫ রানের মাথায় পড়লো ৭ম উইকেট। কাইল জেমিসন আউট হন মাত্র ৬ রান করে। এরপর কলিন ডি গ্র্যান্ডহোম এবং টিম সাউদি মিলে খানিকটা বুক চিতিয়ে লড়াইয়ের চেষ্টা চালান। এ দু’জন মিলে গড়েন সর্বোচ্চ ৪১ রানের জুটি। ২৩ বলে ২৬ রান করেন টিম সাউদি।




এরপর ৭ রান করে আউট হন আইজাজ প্যাটেল। সর্বশেষ ১৬ বলে ১৪ রান করে যখন ট্রেন্ট বোল্ট আউট হন, তখনও অপরাজিত থেকে যান কলিন ডি গ্র্যান্ডহোম। ৪০ বলে ৪২ রান করেন তিনি। শেষ পর্যন্ত ১৩২ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।




জবাবে ব্যাট করতে নেমে এ রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ড ১৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে করেছে ৫৫ রান। অ্যালেক্স লিস ১৪ এবং জ্যাক ক্রাউলি অপরাজিত রয়েছেন ৩৯ রানে।