Home / সর্বশেষ / ফিনালিসিমা ট্রফি জয়ের পরই নিজের ক্যারিয়ার নিয়ে চরম দুঃসংবাদ দিলেন আনহেল ডি মারিয়া

ফিনালিসিমা ট্রফি জয়ের পরই নিজের ক্যারিয়ার নিয়ে চরম দুঃসংবাদ দিলেন আনহেল ডি মারিয়া

১৯৯৩ সালের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার পর দীর্ঘ ২৮ বছর কোনো শিরোপার মুখ দেখেনি আর্জেন্টিনা। গত বছর ব্রাজিলের মাটিতে হওয়া কোপা জিতে সেই শিরোপাখরা কাটিয়ে ওঠে আলবিসেলেস্তেরা।

ফাইনালে জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন অ্যাঞ্জেলো ডি মারিয়া। দীর্ঘ শিরোপাখরা কাটানোর এক বছরের মাথায় আবারও চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা।

এবার ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে আন্তঃমহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই ফাইনালিসিমায় আর্জেন্টিনা জিতলো ৩-০ গোলের ব্যবধানে। এ ম্যাচেও স্কোরশিটে নাম তুলেছেন ডি মারিয়া।

তবে ট্রফি জয়ের রেশ না কাটতেই নিজের ক্যারিয়ার নিয়ে দেওয়া বক্তব্যে ঝড় তুলেছে নেট দুনিয়ায়। আর্জেন্টাইন সংবাদমাধ্যম দিয়ারিও ওলে’তে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।

মূলত তরুণ খেলোয়াড়দের সুযোগ করে দিতেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা। তার গোলেই ২৮ বছরের শিরোপা খরা কাটিয়েছিল আর্জেন্টিনা।

তার গোলেই নিশ্চিত হয়েছিল, জাতীয় দলের হয়ে শিরোপা শূন্য থেকে ক্যারিয়ার শেষ করতে হবে না লিওনেল মেসিকে। ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার ২০২১ কোপা আমেরিকা জয়ের সেই নায়ক আনহেল ডি মারিয়া এবার জাতীয় দলকে বিদায় বলতে যাচ্ছেন।

জাতীয় দল থেকে অবসরে যাওয়া নিয়ে বেশ কয়েকবার ইঙ্গিত দিলেও অবশেষে সম্প্রতি দিয়ারিও ওলে’র সঙ্গে এক আলাপচারিতায় তা নিশ্চিত করলেন মারিয়া। কাতার বিশ্বকাপের পর জাতীয় দলকে বিদায় বলে দেবেন আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়া।

ভার্চুয়াল সেই সাক্ষাৎকারে ডি মারিয়া তার সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, ‘বিশ্বকাপের পরই (অবসরের) সময় হয়ে যাবে। অনেক ছেলেরা জাতীয় দলে এসেছে, তারা ধীরে ধীরে গড়ে উঠছে। আমি যখনই (জাতীয় দলের ক্যাম্পে) যাই তখনই দেখি তারা একটু একটু করে উন্নতি করছে।’

তিনি যোগ করেন, ‘তারা জাতীয় দলে এবং ক্লাব পর্যায়ে দারুণ পারফর্ম করছে। তাই আমার এরপরও (জাতীয় দলে খেলা) চালিয়ে যাওয়া কিছুটা হয়তো স্বার্থপর মনে হতে পারে। আমি অনেক বছর খেলেছি, যা চেয়েছিলাম তা অর্জন করতে পেরেছি। বিশ্বকাপ আসন্ন, আমি সেখানে যেতে চাই। এরপর আমি নিশ্চিতভাবেই সরে যাব।’

২০০৮ সালে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক করে মারিয়া। এরপর জাতীয় দলের হয়ে তিনটি বিশ্বকাপ ও ছয়টি কোপা আমেরিকায় অংশ নিয়েছেন। আলবিসেলেস্তেদের হয়ে এখন পর্যন্ত ১২১ ম্যাচ খেলে ২৪ গোল করেছেন তিনি। ২০০৭ সালে আর্জেন্টিনার হয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতেছেন ডি মারিয়া।

Check Also

ব্রাজিলিয়ানদের দাপটে তছনছ হয়ে গেল বার্সেলোনার স্বপ্ন

আরও একবার ইউরোপিয়ান প্রতিযোগিতায় বার্সালোনার নামটি হারিয়ে গেল। চ্যাম্পিয়নস লিগ থেকে ইউরোপা লিগ, সেখান থেকে …

Leave a Reply

Your email address will not be published.